TRENDING:

চাই ওভারটাইম ! কলাকুশলীদের দাবিতে স্তব্ধ টালিগঞ্জ

Last Updated:

টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷ বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানে নিজেই এগিয়ে এসেছেন ৷ সমস্যা সমাধানের পরিবেশ সৃষ্টি করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোনও মতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না ৷ কিন্তু মঙ্গলবার সেই শ্যুটিং হল বন্ধ ! বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিংও সেদিনের মতো গেল আটকে ৷ কর্মবিরতিতে গেলেন টলিপাড়ার কলাকুশলীরা ৷
advertisement

তবে বুধবার সকালে পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠকের ডাক দিল প্রযোজক ও ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কস ৷ প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সভাপতি শৈলেশ্বর চট্টোপাধ্যায় কথা অনুযায়ী, ‘প্রযোজকদের সংঠনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল ৷ চুক্তি অনুযায়ী, ১০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হয় ৷ কিন্তু প্রোডাকশন ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ম্যানেজাররা এই সুবিধা পাচ্ছেন না !’ তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী প্রযোজক ও কলাকুশলীরা ৷ বুধবার সমস্যা সমাধানের জন্য ডাকা হয়েছে বিশেষ বৈঠকও ৷ বৈঠকের পরে দ্রতু সিদ্ধান্ত নিতেই ফের শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে, আশা করছে টলিপাড়ার কলাকুশলীরা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে খবর অনুযায়ী, আপাতত শ্যুটিং বন্ধ শুধুমাত্র ভেঙ্কটেশ ও সুরিন্দর ফিল্ম প্রোডাকশনের ধারাবাহিকের শ্যুটিং ৷ যাঁরা ওভারটাইম দিচ্ছেন সেই সব ধারাবাহিকের শ্যুটিং অবশ্য চলছে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
চাই ওভারটাইম ! কলাকুশলীদের দাবিতে স্তব্ধ টালিগঞ্জ