TRENDING:

চাই ওভারটাইম ! কলাকুশলীদের দাবিতে স্তব্ধ টালিগঞ্জ

Last Updated:

টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷ বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানে নিজেই এগিয়ে এসেছেন ৷ সমস্যা সমাধানের পরিবেশ সৃষ্টি করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোনও মতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না ৷ কিন্তু মঙ্গলবার সেই শ্যুটিং হল বন্ধ ! বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিংও সেদিনের মতো গেল আটকে ৷ কর্মবিরতিতে গেলেন টলিপাড়ার কলাকুশলীরা ৷
advertisement

তবে বুধবার সকালে পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠকের ডাক দিল প্রযোজক ও ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কস ৷ প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সভাপতি শৈলেশ্বর চট্টোপাধ্যায় কথা অনুযায়ী, ‘প্রযোজকদের সংঠনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল ৷ চুক্তি অনুযায়ী, ১০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হয় ৷ কিন্তু প্রোডাকশন ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ম্যানেজাররা এই সুবিধা পাচ্ছেন না !’ তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী প্রযোজক ও কলাকুশলীরা ৷ বুধবার সমস্যা সমাধানের জন্য ডাকা হয়েছে বিশেষ বৈঠকও ৷ বৈঠকের পরে দ্রতু সিদ্ধান্ত নিতেই ফের শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে, আশা করছে টলিপাড়ার কলাকুশলীরা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

তবে খবর অনুযায়ী, আপাতত শ্যুটিং বন্ধ শুধুমাত্র ভেঙ্কটেশ ও সুরিন্দর ফিল্ম প্রোডাকশনের ধারাবাহিকের শ্যুটিং ৷ যাঁরা ওভারটাইম দিচ্ছেন সেই সব ধারাবাহিকের শ্যুটিং অবশ্য চলছে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
চাই ওভারটাইম ! কলাকুশলীদের দাবিতে স্তব্ধ টালিগঞ্জ