তবে বুধবার সকালে পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠকের ডাক দিল প্রযোজক ও ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কস ৷ প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সভাপতি শৈলেশ্বর চট্টোপাধ্যায় কথা অনুযায়ী, ‘প্রযোজকদের সংঠনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল ৷ চুক্তি অনুযায়ী, ১০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হয় ৷ কিন্তু প্রোডাকশন ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ম্যানেজাররা এই সুবিধা পাচ্ছেন না !’ তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী প্রযোজক ও কলাকুশলীরা ৷ বুধবার সমস্যা সমাধানের জন্য ডাকা হয়েছে বিশেষ বৈঠকও ৷ বৈঠকের পরে দ্রতু সিদ্ধান্ত নিতেই ফের শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে, আশা করছে টলিপাড়ার কলাকুশলীরা!
advertisement
তবে খবর অনুযায়ী, আপাতত শ্যুটিং বন্ধ শুধুমাত্র ভেঙ্কটেশ ও সুরিন্দর ফিল্ম প্রোডাকশনের ধারাবাহিকের শ্যুটিং ৷ যাঁরা ওভারটাইম দিচ্ছেন সেই সব ধারাবাহিকের শ্যুটিং অবশ্য চলছে ৷