TRENDING:

Identify this Actor: জীর্ণ পোশাকে বয়সের ভারে ঝুঁকে পড়া এই শীর্ণকায় বৃদ্ধকে চিনতে পারছেন? বলিউড অভিনেতার এই ‘হাল’ দেখে উদ্বিগ্ন ভক্তরা

Last Updated:

Identify this Bollywood Actor: এই ছবিটি সামনে আসার পরেই শুরু হয়েছে হইচই! কারণ এই বৃদ্ধ আদতে বলিউডের এক জন নামী অভিনেতা। কিন্তু তাঁর এমন অবস্থা হল কীভাবে? সেই বিষয়টাই ভাবাচ্ছে নেটিজেনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পরনে সাদা ময়লা ফুল হাতা শার্ট আর শ্যাওলা সবুজ রঙের শতচ্ছিন্ন একটা সোয়েটার। মাথায় একটা ছিঁড়ে-খুঁড়ে যাওয়া টুপি। মুখ ভর্তি কাঁচা-পাকা দাড়ি, ঝুলে যাওয়া গাল। কোটরে ঢুকেছে চোখও। চোখে কোনও রকম আঁটা জীর্ণ চশমা। সারা গায়ে ময়লা আর ক্ষতর দাগ স্পষ্ট। বয়সের ভারে খানিক ঝুঁকেও পড়েছেন। এই অবস্থায় লাঠি ভর করেই সিগারেট ধরাতে দেখা গেল এক জরাজীর্ণ বৃদ্ধকে। এই ছবিটি সামনে আসার পরেই শুরু হয়েছে হইচই! কারণ এই বৃদ্ধ আদতে বলিউডের এক জন নামী অভিনেতা। কিন্তু তাঁর এমন অবস্থা হল কীভাবে? সেই বিষয়টাই ভাবাচ্ছে নেটিজেনদের।
জীর্ণ পোশাকে বয়সের ভারে ঝুঁকে পড়া এই শীর্ণকায় বৃদ্ধকে চিনতে পারছেন? বলিউড অভিনেতার এই ‘হাল’ দেখে উদ্বিগ্ন ভক্তরা
জীর্ণ পোশাকে বয়সের ভারে ঝুঁকে পড়া এই শীর্ণকায় বৃদ্ধকে চিনতে পারছেন? বলিউড অভিনেতার এই ‘হাল’ দেখে উদ্বিগ্ন ভক্তরা
advertisement

সম্প্রতি এমন এক বৃদ্ধের ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা নীল নীতিন মুকেশ। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা একেবারে হকচকিয়ে গিয়েছেন। কিন্তু ছবিটি খুঁটিয়ে দেখতেই আসল রহস্য ফাঁস হয়ে গেল! ছবিটির ওই অশীতিপর বৃদ্ধ আসলে আর কেউই নন, বরং খোদ অভিনেতা নীল নীতিন মুকেশই!

আরও পড়ুন– সৌন্দর্যে রীতিমতো গুনে গুনে গোল দেন বলিউড অভিনেত্রীদের! এই আইপিএস অফিসারের স্টাইলে মজেছেন নেটিজেনরা

advertisement

কিন্তু ৪১ বছর বয়সী অভিনেতার এ কী অবস্থা, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটাগরিকদের মনে। বিষয়টি আসলে তেমন চিন্তার নয়, পুরোটাই মেক-আপের কারসাজি। মেক-আপ এতটাই নিখুঁত যে, ৪১ বছর বয়সী অভিনেতাকে প্রথমটা তো চেনাই যায়নি। তার উপর দেখে মনে হচ্ছে, অভিনেতার বয়স যেন ৮০ ছুঁইছুঁই!

advertisement

এই রকম দু’টি ছবি শেয়ার করে খোদ নীল লেখেন যে, “ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই কারণেই আমি ধূমপান করি না।” তবে কী কারণে অভিনেতার এহেন বেশভূষা, সেটা অবশ্য স্পষ্ট করেননি তিনি। যদিও অনেক ভক্তই মনে করছেন যে, আগামী দিনে একটা চমক নিয়েই পর্দায় দেখা যাবে অভিনেতাকে।

advertisement

আরও পড়ুন- Wরং মিলান্তি: পাত্র দাবিহীন, স্লিম, কোমল স্বভাব, চাকরিজীবী- ৬৭ বার বিয়ের সম্বন্ধ ভাঙলেও এখনও চলছে মেয়ের খোঁজ!

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

ফলে এই ছবি পোস্ট হতেই তা নিমেষের মধ্যে ভাইরাল হতে শুরু করেন। এক নেটিজেন আবার লিখেছেন, “নীল নীতিন মুকেশকে হুবহু অমিতাভ বচ্চনের মতো দেখাচ্ছে।” আর এক নেটাগরিক লিখেছেন, “এটা অবিশ্বাস্য! আগামী দিনে কী আসতে চলেছে, তার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না!” এক ভক্তের বক্তব্য, “আমার মনে হচ্ছে এটা আপনার পরবর্তী প্রজেক্ট ‘বাইপাস রোড ২’-এর ছবি। একটা সাসপেন্স থ্রিলার খুনের রহস্য। এই ছবিটি অনবদ্য এবং এটা অনেক গল্প বলে দিচ্ছে। আমরা অধীর অপেক্ষায় রয়েছি। আপনি এগিয়ে যান।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Identify this Actor: জীর্ণ পোশাকে বয়সের ভারে ঝুঁকে পড়া এই শীর্ণকায় বৃদ্ধকে চিনতে পারছেন? বলিউড অভিনেতার এই ‘হাল’ দেখে উদ্বিগ্ন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল