সম্প্রতি এমন এক বৃদ্ধের ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা নীল নীতিন মুকেশ। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা একেবারে হকচকিয়ে গিয়েছেন। কিন্তু ছবিটি খুঁটিয়ে দেখতেই আসল রহস্য ফাঁস হয়ে গেল! ছবিটির ওই অশীতিপর বৃদ্ধ আসলে আর কেউই নন, বরং খোদ অভিনেতা নীল নীতিন মুকেশই!
advertisement
কিন্তু ৪১ বছর বয়সী অভিনেতার এ কী অবস্থা, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটাগরিকদের মনে। বিষয়টি আসলে তেমন চিন্তার নয়, পুরোটাই মেক-আপের কারসাজি। মেক-আপ এতটাই নিখুঁত যে, ৪১ বছর বয়সী অভিনেতাকে প্রথমটা তো চেনাই যায়নি। তার উপর দেখে মনে হচ্ছে, অভিনেতার বয়স যেন ৮০ ছুঁইছুঁই!
এই রকম দু’টি ছবি শেয়ার করে খোদ নীল লেখেন যে, “ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই কারণেই আমি ধূমপান করি না।” তবে কী কারণে অভিনেতার এহেন বেশভূষা, সেটা অবশ্য স্পষ্ট করেননি তিনি। যদিও অনেক ভক্তই মনে করছেন যে, আগামী দিনে একটা চমক নিয়েই পর্দায় দেখা যাবে অভিনেতাকে।
ফলে এই ছবি পোস্ট হতেই তা নিমেষের মধ্যে ভাইরাল হতে শুরু করেন। এক নেটিজেন আবার লিখেছেন, “নীল নীতিন মুকেশকে হুবহু অমিতাভ বচ্চনের মতো দেখাচ্ছে।” আর এক নেটাগরিক লিখেছেন, “এটা অবিশ্বাস্য! আগামী দিনে কী আসতে চলেছে, তার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না!” এক ভক্তের বক্তব্য, “আমার মনে হচ্ছে এটা আপনার পরবর্তী প্রজেক্ট ‘বাইপাস রোড ২’-এর ছবি। একটা সাসপেন্স থ্রিলার খুনের রহস্য। এই ছবিটি অনবদ্য এবং এটা অনেক গল্প বলে দিচ্ছে। আমরা অধীর অপেক্ষায় রয়েছি। আপনি এগিয়ে যান।”