দেব এই ছবিকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করার পরেই তাঁর ভক্তরা মনে করিয়ে দিয়েছেন পুরনো একটি ঘটনাকে। দেবের 'চাঁদের পাহাড়' ছবিটি মুক্তি পাওয়ার পর তথাগত সেই ছবির নিন্দা করেছিলেন বলে অভিযোগ উঠছে৷ আর ভক্তদের দাবি, "তার পরেও দেব সেই পরিচালকের ছবিকে শুভেচ্ছা জানালেন।"
আরও পড়ুন: পর্যাপ্ত হল পায়নি 'ভটভটি', বাংলা ছবিকে হারিয়ে দিচ্ছে ক্ষমতার জোরে, অভিযোগ তথাগতর
advertisement
এই প্রসঙ্গে তথাগতকে যোগাযোগ করল নিউজ18 বাংলা। তথাগত বললেন, "দেবের ভক্তরা তো আমার সমালোচনা করছেনই। আমিও অন্দরমহল থেকে শুনতে পাচ্ছি যে, দেব নাকি দুঃখপ্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠদের কাছে, আমি কেন তাঁর ছবির সমালোচনা করেছিলাম। এখানে আমার একটিই বক্তব্য, দেবের প্রতি আমার কোনও ক্ষোভ নেই। আমি ওই মানুষটাকে পছন্দ করি। আমি কেবল তাঁর ছবিটির বিষয়ে কথা বলেছিলাম।"
প্রসঙ্গত, নিউজ18 বাংলার সঙ্গে সাক্ষাৎকারেই তথাগত জানিয়েছিলেন, 'ভটভটি' ছবির মুখ্য চরিত্রের জব্য তাঁর প্রথম পছন্দ ছিল দেব। কিন্তু দেবের সময় হবে কিনা, সেই নিয়ে দ্বিধা দ্বন্দ্বের পর তথাগত স্থির করেন, নতুন মুখ নিয়ে কাজ করবেন। কিন্তু পরবর্তী কালে তিনি দেবের সঙ্গে কাজ করতে চান।
আরও পড়ুন: 'ভটভটি'র পরের দেবলীনা অনেক বেশি স্ট্রং, Rapid Fire-এ তথাগত, দেবলীনা, বিবৃতি, ঋষভ
তথাগতর কথায়, "আমি ছোটবেলা থেকে যে উপন্যাস পড়ে বড় হয়েছি, তা নিয়ে আমার মনের ভিতর নানা স্বপ্ন ছিল। সেই 'চাঁদের পাহাড়' যখন ছবি হিসেবে বেরলো, আমার ভাল লাগেনি৷ আমার কল্পনার সঙ্গে মেলেনি কোথাও গিয়ে৷ তাই সমালোচনা করেছিলাম। আমার অনুভূতিতে আঘাত লেগেছিল। আমিও তো এক জন দর্শক কোথাও গিয়ে। কিন্তু তা বলে আমি ব্যক্তি দেবকে নিয়ে একটি কথাও বলিনি৷ তাঁকে মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে পছন্দ করি। তাঁর মতো সারল্য কম রয়েছে এই ইন্ডাস্ট্রিতে৷ তাই এখন যে যে কথা চলছে আমাদের দু'জনকে নিয়ে, তা বন্ধ হোক। আমার অনুরোধ।"
তথাগত মনে করেন, দেব যে তাঁদের ছবির পাশে দাঁড়িয়েছেন, এটা তাঁর মহানুভবতা। দেব যদি পাশে না-ও দাঁড়াতেন, তাও দেবের সম্পর্কে খারাপ মনোভাব পোষণ করতেন না, জানালেন তথাগত। অভিনেতা-পরিচালকের মতে, কিছু মানুষ পুরনো কথা টেনে এবং বিকৃত করে বিষয়টিকে উস্কে দিতে চাইছেন।