তাঁর তৈরি এই ছবির গল্পও এক ১০ বছরের কিশোরকে নিয়ে, যার কৈশোর হারিয়েছে ভিক্ষা করতে করতে৷ বস্তিতে জন্ম রাজুর৷ মা কোনও মতে রোজগার করে দিন চালান৷ বস্তির ডন শঙ্কর, যিনি আবার ভিক্ষুকদের মাথা হিসেবে কাজ করেন৷ ভিক্ষার নাম করে ছোট ছোট ছেলেমেয়ের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মতো অসাধু কাজও করে এই শঙ্কর৷
advertisement
একসময় রাজু বুঝতে পারে যে তার মায়ের সঙ্গে শঙ্করের অবৈধ সম্পর্ক রয়েছে৷ যা কিছুতেই মানতে পারে না সে৷ মায়ের আয় করা অর্থ দিয়ে সে শুরু করে নেশা৷ শুরু হয় সংসারে অশান্তি৷ বাড়ি থেকে দূরে দূরে পালিয়ে বেড়াতে থাকে রাজু৷ ছেলেকে খুঁজতে শঙ্করের সাহায্য চান রাজুর মা৷ শঙ্কর তখন প্রস্তাব দেয় ছেলেকে খুঁজে দিলে ব্যবসার জন্য রাজুর শরীরের কোনও একটি অঙ্গ সে বিক্রি করবে৷ শেষ পর্যন্ত কী এই প্রস্তাবে রাজি হবেন রাজুর মা? তারই উত্তর দেবে বেগ ফর লাইফ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2020 6:37 PM IST