এরপর থেকেই তনুশ্রী দত্ত ও নানা পটেকর নিয়ে তোলপাড় ওঠে বিনোদন দুনিয়ায় ৷ সোশ্যাল মিডিয়াতেও ওঠে ঝড় ৷ তনুশ্রীর বয়ান শুনে রীতিমতো বিভক্ত হয়ে পড়ে বলিউডের অভিনেতারা ৷ কেউ কেউ পাশে থাকনে তনুশ্রীর ৷ কেউ কেউ তনুশ্রীর এই কাজকে রীতিমতো সমালোচনা করতে থাকেন ৷ তবে তনুশ্রী কিন্তু একেবারেই চুপ থাকেন না ৷ বার বার সামনে আনতে থাকেন বলিউডের নানা কালো দিক !
advertisement
আর অবাধ যৌনতা, নগ্নতা নয়! ওয়েব সিরিজের যৌন দৃশ্যে পড়তে পারে কাঁচি...
আর এবার তনুশ্রীর মন্তব্য করে বসেন সলমন খানের নামে ৷ বিগবস ও সলমন খানকে টেনে রীতিমতো মতো বিস্ফোরক মন্তব্য করে বসেন তনুশ্রী৷
হঠাৎ করে তনুশ্রীর এই মুখ খোলা নিয়ে নিন্দুকেরা মনে করেছিলেন, তনুশ্রী হয়তো বিগবসের ঘরে ঢোকার জন্যই এই সব কীর্তিকলাপ করছেন ৷ সেই সব নিন্দুকদের মুখে কুলুপ আঁটতেই তনুশ্রী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ফেলেন ৷ সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তনুশ্রী জানান, ‘বিগবসে যদি যেতেই হতো, তাহলে অনেক আগেই যেতাম ৷ অনেকবার অফার পেয়েছি ৷ আমি বদ্ধ ঘরে থাকতে ভালোবাসি না ৷ আমার মুক্ত মন ৷ তাছাড়া, সলমন ভগবান নাকি ? বিগবসের ঘর কী আসলে স্বর্গ ! যেখানে গেলে সব মাফ হয়ে যায় ৷ পুরো ব্যাপারটাই গটআপ ম্যাচের মতো ৷ ’