TRENDING:

সলমন কি ভগবান ? ফের বিস্ফোরক তনুশ্রী দত্ত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে খোলাখুলি তোপ দেগে গোটা লাইমলাইটটা নিজের দিকে টেনে নিয়েছেন তনু্শ্রী দত্ত ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটের একটি তিক্ত ঘটনার কথা শেয়ার করেন অভিনেত্রী ৷ আর তারপর থেকেই গুঞ্জন পাড়া একেবারে সরগরম ৷ তনুশ্রীর কথায়, ‘হর্ন ওকে প্লিস’ একটি গানের শুটিংয়ে নানা পাটেকরের সঙ্গে একটি ঘনিষ্ট দৃশ্য ছিল তাঁর ৷ সে সময়ই সবার সামনে তাঁকে হেনস্থা করেন নানা ৷
advertisement

এরপর থেকেই তনুশ্রী দত্ত ও নানা পটেকর নিয়ে তোলপাড় ওঠে বিনোদন দুনিয়ায় ৷ সোশ্যাল মিডিয়াতেও ওঠে ঝড় ৷ তনুশ্রীর বয়ান শুনে রীতিমতো বিভক্ত হয়ে পড়ে বলিউডের অভিনেতারা ৷ কেউ কেউ পাশে থাকনে তনুশ্রীর ৷ কেউ কেউ তনুশ্রীর এই কাজকে রীতিমতো সমালোচনা করতে থাকেন ৷ তবে তনুশ্রী কিন্তু একেবারেই চুপ থাকেন না ৷ বার বার সামনে আনতে থাকেন বলিউডের নানা কালো দিক !

advertisement

আরও পড়ুন 

আর অবাধ যৌনতা, নগ্নতা নয়! ওয়েব সিরিজের যৌন দৃশ্যে পড়তে পারে কাঁচি...

আর এবার তনুশ্রীর মন্তব্য করে বসেন সলমন খানের নামে ৷ বিগবস ও সলমন খানকে টেনে রীতিমতো মতো বিস্ফোরক মন্তব্য করে বসেন তনুশ্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

হঠাৎ করে তনুশ্রীর এই মুখ খোলা নিয়ে নিন্দুকেরা মনে করেছিলেন, তনুশ্রী হয়তো বিগবসের ঘরে ঢোকার জন্যই এই সব কীর্তিকলাপ করছেন ৷ সেই সব নিন্দুকদের মুখে কুলুপ আঁটতেই তনুশ্রী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ফেলেন ৷ সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তনুশ্রী জানান, ‘বিগবসে যদি যেতেই হতো, তাহলে অনেক আগেই যেতাম ৷ অনেকবার অফার পেয়েছি ৷ আমি বদ্ধ ঘরে থাকতে ভালোবাসি না ৷ আমার মুক্ত মন ৷ তাছাড়া, সলমন ভগবান নাকি ? বিগবসের ঘর কী আসলে স্বর্গ ! যেখানে গেলে সব মাফ হয়ে যায় ৷ পুরো ব্যাপারটাই গটআপ ম্যাচের মতো ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন কি ভগবান ? ফের বিস্ফোরক তনুশ্রী দত্ত