TRENDING:

পার্টনার চান, বিয়ে চান না তনিশা !

Last Updated:

এ আবার কেমন আবদার দেখুন তো ৷ জলে নামবেন, কিন্তু ভেজাবেন না বেণি ! বর থাকবে, কিন্তু বিয়ে করবেন না! সবই যেন আজগুবে৷ কিন্তু আরব সাগরের মায়া নগরীতে সবই ঘটে ৷ তাও আবার মুখুজ্জে বাড়ি বলে কথা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ আবার কেমন আবদার দেখুন তো ৷ জলে নামবেন, কিন্তু ভেজাবেন না বেণি ! বর থাকবে, কিন্তু বিয়ে করবেন না! সবই যেন আজগুবে৷ কিন্তু আরব সাগরের মায়া নগরীতে সবই ঘটে ৷ তাও আবার মুখুজ্জে বাড়ি বলে কথা ৷
advertisement

কাজলের নিজের বোন, আর রানির জ্যাঠতুতো বোন তনিশা মুখোপাধ্যায়ের আবদার ঠিক এই রকমই ৷ পাটর্নার খুঁজছেন, কিন্তু ছাদনা তলায় যাবেন না ৷ ব্যাপারটা একটু খুলে বলা যাক ৷ ‘বিগবস’-এর ঘর থেকে প্রেমে পড়েছিলেন তনিশা ৷ পাত্রের নাম অরমান কোহলি ৷ পাত্র-পাত্রীর বয়স মাপলে, ফারাক অনেকটাই ৷ তাতে কি? প্রেমের কি আর বয়স আছে ৷ বয়স না থাক, তনিশার কথায়, একটা নিদির্ষ্ট সময় তো আছে ৷ তাই অরমানের সঙ্গে টানা এক বছর প্রেম করে হাঁপিয়ে মরলেন তনিশা ৷ আর সর্বসমক্ষে জানিয়ে দিলেন, ‘আমি সিঙ্গল, অ্যান্ড রেডি টু মিঙ্গল ৷’ কিন্তু এত কিছু বলেও, শেষমেশ শর্ত রাখলেন তনিশা ৷ প্রেম করতে পারেন, তবে আপাতত বিয়ে নয় ৷ তনিশার কথায়, ‘জীবনে পার্টনারের খুব দরকার ৷ তবে সেই পার্টনারই যে সারা জীবনের সঙ্গী হবে, এরকম কোনও মানে নেই ৷ বরং পার্টনার থাকুক পার্টনারের মতোই ৷ আর বিয়েটা থাকুক ভাবনায়!’

advertisement

আপাতত, টিভি সিরিজ খতরো কে খিলাড়িতে অংশ নিয়েছেন তিনি ৷ তনিশার হাতে রয়েছে তিনটি বলিউডের ছবি ৷ সব মিলিয়ে নায়িকা নাকি দারুণ ব্যস্ত ৷ আর ব্যস্ত থাকার অজুহাত দিয়ে, শুধু পার্টনার খোঁজার প্ল্যান করছেন তনিশা ৷ বিয়েটা তাঁর কাছে দূর অস্ত!

বাংলা খবর/ খবর/বিনোদন/
পার্টনার চান, বিয়ে চান না তনিশা !