TRENDING:

পার্টনার চান, বিয়ে চান না তনিশা !

Last Updated:

এ আবার কেমন আবদার দেখুন তো ৷ জলে নামবেন, কিন্তু ভেজাবেন না বেণি ! বর থাকবে, কিন্তু বিয়ে করবেন না! সবই যেন আজগুবে৷ কিন্তু আরব সাগরের মায়া নগরীতে সবই ঘটে ৷ তাও আবার মুখুজ্জে বাড়ি বলে কথা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ আবার কেমন আবদার দেখুন তো ৷ জলে নামবেন, কিন্তু ভেজাবেন না বেণি ! বর থাকবে, কিন্তু বিয়ে করবেন না! সবই যেন আজগুবে৷ কিন্তু আরব সাগরের মায়া নগরীতে সবই ঘটে ৷ তাও আবার মুখুজ্জে বাড়ি বলে কথা ৷
advertisement

কাজলের নিজের বোন, আর রানির জ্যাঠতুতো বোন তনিশা মুখোপাধ্যায়ের আবদার ঠিক এই রকমই ৷ পাটর্নার খুঁজছেন, কিন্তু ছাদনা তলায় যাবেন না ৷ ব্যাপারটা একটু খুলে বলা যাক ৷ ‘বিগবস’-এর ঘর থেকে প্রেমে পড়েছিলেন তনিশা ৷ পাত্রের নাম অরমান কোহলি ৷ পাত্র-পাত্রীর বয়স মাপলে, ফারাক অনেকটাই ৷ তাতে কি? প্রেমের কি আর বয়স আছে ৷ বয়স না থাক, তনিশার কথায়, একটা নিদির্ষ্ট সময় তো আছে ৷ তাই অরমানের সঙ্গে টানা এক বছর প্রেম করে হাঁপিয়ে মরলেন তনিশা ৷ আর সর্বসমক্ষে জানিয়ে দিলেন, ‘আমি সিঙ্গল, অ্যান্ড রেডি টু মিঙ্গল ৷’ কিন্তু এত কিছু বলেও, শেষমেশ শর্ত রাখলেন তনিশা ৷ প্রেম করতে পারেন, তবে আপাতত বিয়ে নয় ৷ তনিশার কথায়, ‘জীবনে পার্টনারের খুব দরকার ৷ তবে সেই পার্টনারই যে সারা জীবনের সঙ্গী হবে, এরকম কোনও মানে নেই ৷ বরং পার্টনার থাকুক পার্টনারের মতোই ৷ আর বিয়েটা থাকুক ভাবনায়!’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আপাতত, টিভি সিরিজ খতরো কে খিলাড়িতে অংশ নিয়েছেন তিনি ৷ তনিশার হাতে রয়েছে তিনটি বলিউডের ছবি ৷ সব মিলিয়ে নায়িকা নাকি দারুণ ব্যস্ত ৷ আর ব্যস্ত থাকার অজুহাত দিয়ে, শুধু পার্টনার খোঁজার প্ল্যান করছেন তনিশা ৷ বিয়েটা তাঁর কাছে দূর অস্ত!

বাংলা খবর/ খবর/বিনোদন/
পার্টনার চান, বিয়ে চান না তনিশা !