TRENDING:

টলিউডে এত ভাল অভিনেত্রীরা আছেন, আমি কেন? কলকাতায় এসে জবাব তাপসীর

Last Updated:

একতা জানালেন, তিনি আগেও বাংলাকে নিয়ে হিন্দি ভাষায় সিরিজ বানিয়েছেন। আরও বানাতে চান। তিনি কলকাতাকে 'দেবীর ভূমি' হিসেবে চিহ্নিত করলেন। জনালেন এক সময়ে বছরে তিন বার এ শহরে আসতেন কালীঘাটে পুজো দেওয়ার জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনুরাগ কাশ্যপ পরিচালিত 'দোবারা' ছবির প্রচারে কলকাতায় তাপসী পান্নু, পাভেল গুলাটি এবং একতা কাপুর। সাংবাদিকদের সঙ্গে অকপট আড্ডা বলিউডের তিন তারকার। তাপসী এবং ছবির প্রযোজক একতার সঙ্গে এই শহরের যোগসূত্র নতুন নয়। বারবার কলকাতায় এসেছেন, এই শহরের মানুষদের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। তাই বলিউডের দুই কন্যা ছবির প্রচারে এসে বাংলার প্রশংসায় পঞ্চমুখ।
advertisement

নায়িকাকে প্রশ্ন করা হয় কলকাতায় কত বার এসেছেন তিনি? তাঁর উত্তর, "কলকাতায় কত বার? গোনা বন্ধ করে দিয়েছি। ভাল জিনিস বেশি গুনতে নেই বলে আমার মনে হয়। কেন যে এত ভাল লাগে, জানি না। হয়তো এই শহরের একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছি বলে। সেই 'পিঙ্ক' থেকে শুরু!''

আরও পড়ুন: 'কোনও জিনিস জলভাত হয়ে গেলে গুরুত্ব কমে', কলকাতায় এসে ছবি বয়কট প্রসঙ্গে বলেন তাপসী

advertisement

তাপসী মনেও করেন না যে তিনি বাইরে থেকে এসেছেন, এই শহরের মেয়ে নন। সেই সময়েই তাঁর দিকে প্রশ্ন আসে, ''একতা যদি বাংলায় ছবি বানান, তাপসী কি কাজ করতে রাজি হবেন?'' তাপসীর সটান উত্তর, ''আপনাদের এখানে এত ভাল অভিনেত্রীরা রয়েছেন, আপনারা তাঁদের কাজ দেখতে চান না? আমি কেন? একতাকে বলুন, তাঁদের সঙ্গে কাজ করতে। যদিও হ্যাঁ, আমি অবশ্যই চাই বাংলায় কাজ করতে! আর একতা তো বাংলর প্রেক্ষাপটে অনেক কাজ করেছে।''

advertisement

একতা জানালেন, তিনি আগেও বাংলাকে নিয়ে হিন্দি ভাষায় সিরিজ বানিয়েছেন। আরও বানাতে চান। তিনি কলকাতাকে 'দেবীর ভূমি' হিসেবে চিহ্নিত করলেন। জনালেন এক সময়ে বছরে তিন বার এ শহরে আসতেন কালীঘাটে পুজো দেওয়ার জন্য।

আরও পড়ুন: ফের স্বস্তিকা-পরমব্রত জুটি, শ্যুটিং শেষ হল 'শিবপুর'-এর! লুক দেখেই চমকে উঠবেন দর্শক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্য দিকে পাভেল বললেন, ''তৃতীয় বার এলাম। নাটকের জন্য, মিউজিক ভিডিও শ্যুটের জন্য, প্রথম বার পুজো ছিল। পাঁচটা প্যান্ডেলে গিয়েছিলাম। প্রচুর খাবার খেয়েছিলাম। ভাবলেই জিভে জল আসছে। এই শহরের খাবার অপূর্ব।''

বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিউডে এত ভাল অভিনেত্রীরা আছেন, আমি কেন? কলকাতায় এসে জবাব তাপসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল