নায়িকাকে প্রশ্ন করা হয় কলকাতায় কত বার এসেছেন তিনি? তাঁর উত্তর, "কলকাতায় কত বার? গোনা বন্ধ করে দিয়েছি। ভাল জিনিস বেশি গুনতে নেই বলে আমার মনে হয়। কেন যে এত ভাল লাগে, জানি না। হয়তো এই শহরের একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছি বলে। সেই 'পিঙ্ক' থেকে শুরু!''
আরও পড়ুন: 'কোনও জিনিস জলভাত হয়ে গেলে গুরুত্ব কমে', কলকাতায় এসে ছবি বয়কট প্রসঙ্গে বলেন তাপসী
advertisement
তাপসী মনেও করেন না যে তিনি বাইরে থেকে এসেছেন, এই শহরের মেয়ে নন। সেই সময়েই তাঁর দিকে প্রশ্ন আসে, ''একতা যদি বাংলায় ছবি বানান, তাপসী কি কাজ করতে রাজি হবেন?'' তাপসীর সটান উত্তর, ''আপনাদের এখানে এত ভাল অভিনেত্রীরা রয়েছেন, আপনারা তাঁদের কাজ দেখতে চান না? আমি কেন? একতাকে বলুন, তাঁদের সঙ্গে কাজ করতে। যদিও হ্যাঁ, আমি অবশ্যই চাই বাংলায় কাজ করতে! আর একতা তো বাংলর প্রেক্ষাপটে অনেক কাজ করেছে।''
একতা জানালেন, তিনি আগেও বাংলাকে নিয়ে হিন্দি ভাষায় সিরিজ বানিয়েছেন। আরও বানাতে চান। তিনি কলকাতাকে 'দেবীর ভূমি' হিসেবে চিহ্নিত করলেন। জনালেন এক সময়ে বছরে তিন বার এ শহরে আসতেন কালীঘাটে পুজো দেওয়ার জন্য।
আরও পড়ুন: ফের স্বস্তিকা-পরমব্রত জুটি, শ্যুটিং শেষ হল 'শিবপুর'-এর! লুক দেখেই চমকে উঠবেন দর্শক
অন্য দিকে পাভেল বললেন, ''তৃতীয় বার এলাম। নাটকের জন্য, মিউজিক ভিডিও শ্যুটের জন্য, প্রথম বার পুজো ছিল। পাঁচটা প্যান্ডেলে গিয়েছিলাম। প্রচুর খাবার খেয়েছিলাম। ভাবলেই জিভে জল আসছে। এই শহরের খাবার অপূর্ব।''