কলকাতায় হিন্দি ছবির প্রচারে এসেছিলেন ছবির নায়িকা তাপসী পান্নু, ছবির নায়ক পাভেল গুলাটি এবং একতা। সেখানেই তাপসীকে প্রশ্ন করা হয়, এই ছবি স্পেনীয় ছবি থেকে অনুপ্রেরিত কি?
তাপসীর মুখ শক্ত হয়ে যায় প্রশ্ন শুনে। সটান জবাব দেন, "তথ্যে ভুল রয়েছে। আমি ঠিক করে দিচ্ছি। আমাদের এই 'দোবারা' ছবিটি স্পেনীয় ছবি থেকে অনুপ্রেরিত নয়। ওই ছবি তৈরি হওয়ার অনেক আগেই আমরা এই ছবির কাজ শুরু করেছি। কারণ আমরা সরকারি ভাবে এই চিত্রনাট্যটি কিনেছি৷ সেই চিত্রনাট্য নিয়েই কাজ করেছে স্পেনের ছবিটি। এবং তার পরে আমরাও। তাই আমি এটাই আশা করি, আপনারা প্রশ্ন করার আগে গবেষণা করে আসবেন৷"
advertisement
আরও পড়ুন: টলিউডে এত ভাল অভিনেত্রীরা আছেন, আমি কেন? কলকাতায় এসে জবাব তাপসীর
আরও পড়ুন: 'কোনও জিনিস জলভাত হয়ে গেলে গুরুত্ব কমে', কলকাতায় এসে ছবি বয়কট প্রসঙ্গে বলেন তাপসী
একই প্রশ্নের উত্তর দেন একতা। তাঁর কথায়, "আমরা কেউ চুরি করিনি। স্বত্ব কিনেছি টাকা দিয়ে। সেই চিত্রনাট্য ভিত্তি করেই ছবিটা বানানো হয়েছে। তাই আপনারা আসুন ছবিটা দেখতে।"