সহকর্মী রুবেল দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্বেতা। ধারাবাহিকের সেটে দু'জনের আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। এর পর পর্দার প্রেম গড়ায় বাস্তবে। এই শীতেই কি তবে চারহাত এক হচ্ছে? নিউজ18 বাংলাকে শ্বেতা বললেন, "আমরা সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করিনি। বিয়ে নিয়েও করব না। বিয়ের পরিকল্পনা আছে। তবে এখনই নয়। আপাতত চুটিয়ে প্রেম করব।"
advertisement
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ! পাত্রী কে? রইল ছবি
আরও পড়ুন : উস্তাদ আলি আকবর খানের শতবর্ষ, সুরের মূর্চ্ছনায় স্বরসম্রাট উৎসব উদযাপন কলকাতায়
'যমুনা ঢাকি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রুবেল-শ্বেতা। পর্দার মতো বাস্তবেও তাঁদের রসায়ন হিট। আপাতত ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে মুখ্য চরিত্রে দেখা যাবে রুবেলকে। তাঁর বিপরীতে পল্লবী শর্মা। অন্য দিকে, ছবির পাশাপাশি ছোট পর্দাতেও দেখা যাবে শ্বেতাকে।নতুন ধারাবাহিক 'সোহাগ জল'-এ হানি বাফনার সঙ্গে জুটি বাঁধবেন তিনি।