জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুস্মিতাকে। শ্যুট চলাকালীনই নাকি অসুস্থ বোধ করছিলেন তিনি। তখনই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন বিশ্বসুন্দরীকে। অভিনেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, সেটে শ্য়ুট চলাকালীনই সুস্মিতার শরীর খারাপ লাগছিল। তখন সেখানেই চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি সুস্মিতাকে দেখার পরেই অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: ‘নির্বাক’ শ্যুটের পর অসুস্থ, বেঁচে থাকতে স্টেরয়েড নিতে হয় সুস্মিতাকে! তাই কি হার্ট অ্যাটাক
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা! জটিল অস্ত্রোপচার বিশ্বসুন্দরীর, এখন কেমন আছেন
হাসপাতালে নিয়ে যেতেই নাকি তাঁর হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর অভিনেত্রীকে তত্ত্বাবধানে রাখার জন্যই চিকিৎসকরা তাঁকে কয়েক দিন হাসপাতালে থাকার পরামর্শ দেন। জানা গিয়েছে, ১ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান সুস্মিতা। আপাতত বাড়িতে বিশ্রামে অভিনেত্রী।
নিজের অসুস্থতার বিষয়ে জানাতে গিয়ে মজার সুরে সুস্মিতা লেখেন,‘আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় বেশ বড়। সময় মতো সুব্যবস্থা করার জন্য অনেকের প্রতি আমি কৃতজ্ঞ। এই পোস্টটি করলাম আমার শুভাকাঙ্ক্ষীদের এই ভাল খবর দেওয়ার জন্য। খবর এটিই যে আমি ভাল আছি, সব ঠিক আছি। সবাইকে অনেক ভালবাসা।'