এক সময়ে সুশান্ত নিজেই জানিয়েছিলেন, তিনি শাহরুখ খানের বড় ভক্ত। জানিয়েছিলেন, তিনি শাহরুখের সঙ্গে তাঁর বাড়ি মন্নত-এ পার্টি করতে চান। তবে সুশান্তের এই স্বপ্ন একবার সত্যি হয়েছিল। মন্নত-এ আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে 'কাই পো চে' হিট করার পরে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুশান্ত কেরিয়ার, ভাল লাগা এবং শাহরুখের বাড়িতে আমন্ত্রিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
advertisement
সুশান্ত বলেছিলেন, "আমার শৈশবে আমি যশরাজের বেশ কিছু ছবি দেখতাম। বিশেষ করে শাহরুখ খানের বেশ কিছু ছবি। আমি ওর ছবির বড় বক্ত ছিলাম। আমি তারকাদের দেকে কখনই খুব বেশি উত্তেজিত হই না। কিন্তু মনে আছে একবার আমি মন্নত এর কাছে এক কফি শপে বসেছিলাম। তখন শাহরুখের বাড়িতে পার্টি হচ্ছিল। আমি দেখেছিলাম ওর বাংলোতে বড় বড় গাড়ি ঢুকছে। সেদিন আমি নিজেকে বলেছিলাম, একদিন ওই বাড়ির ভিতরে প্রবেশ করব এবং শাহরুখের সঙ্গে পার্টি করব। সৌভাগ্য়বশত ওর বাড়িতে ইদ পার্টি আছে এবং আমি আমন্ত্রিত। আমি বিষয়টায় খুব খুশি।"
আরও পড়ুন-ভাই সুশান্তের স্মৃতিতে আবেগঘন বার্তা শ্বেতার, করলেন একটি অনুরোধ!
এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখকে ভাল লাগার কথা স্বীকার করেছেন তিনি। প্রসঙ্গত, ২০২০ সালে ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সেই মৃত্যু নিয়ে প্রচুর জলঘোলা চলেছে।