TRENDING:

Sushant Singh Rajput : একদিন মন্নতে গিয়ে শাহরুখের সঙ্গে পার্টি করর, সুশান্তের এই স্বপ্ন কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল?

Last Updated:

Sushant Singh Rajput : এক সময়ে সুশান্ত নিজেই জানিয়েছিলেন, তিনি শাহরুখ খানের বড় ভক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দুবছর হয়ে গেল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। দু'বছর হয়ে গেলেও অনুরাগীদের স্মৃতিতে আজও জীবন্ত তিনি। বলিউডের কাছে সুশান্তের মৃত্যু আজও বড় ধাক্কা। আর তাই সুশান্তের অনুরাগারী আজ তাঁর স্মৃতিচারণায় মেতেছেন। সারা বিশ্বে বলিউড সুপারস্টার শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। আর সেই অনুরাগীদের তালিকার মধ্যে ছিলেন সুশান্ত সিং রাজপুতও।
একদিন মন্নতে গিয়ে শাহরুখের সঙ্গে পার্টি করর, সুশান্তের এই স্বপ্ন কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল?
একদিন মন্নতে গিয়ে শাহরুখের সঙ্গে পার্টি করর, সুশান্তের এই স্বপ্ন কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল?
advertisement

এক সময়ে সুশান্ত নিজেই জানিয়েছিলেন, তিনি শাহরুখ খানের বড় ভক্ত। জানিয়েছিলেন, তিনি শাহরুখের সঙ্গে তাঁর বাড়ি মন্নত-এ পার্টি করতে চান। তবে সুশান্তের এই স্বপ্ন একবার সত্যি হয়েছিল। মন্নত-এ আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে 'কাই পো চে' হিট করার পরে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুশান্ত কেরিয়ার, ভাল লাগা এবং শাহরুখের বাড়িতে আমন্ত্রিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

advertisement

সুশান্ত বলেছিলেন, "আমার শৈশবে আমি যশরাজের বেশ কিছু ছবি দেখতাম। বিশেষ করে শাহরুখ খানের বেশ কিছু ছবি। আমি ওর ছবির বড় বক্ত ছিলাম। আমি তারকাদের দেকে কখনই খুব বেশি উত্তেজিত হই না। কিন্তু মনে আছে একবার আমি মন্নত এর কাছে এক কফি শপে বসেছিলাম। তখন শাহরুখের বাড়িতে পার্টি হচ্ছিল। আমি দেখেছিলাম ওর বাংলোতে বড় বড় গাড়ি ঢুকছে। সেদিন আমি নিজেকে বলেছিলাম, একদিন ওই বাড়ির ভিতরে প্রবেশ করব এবং শাহরুখের সঙ্গে পার্টি করব। সৌভাগ্য়বশত ওর বাড়িতে ইদ পার্টি আছে এবং আমি আমন্ত্রিত। আমি বিষয়টায় খুব খুশি।"

advertisement

আরও পড়ুন-ভাই সুশান্তের স্মৃতিতে আবেগঘন বার্তা শ্বেতার, করলেন একটি অনুরোধ!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখকে ভাল লাগার কথা স্বীকার করেছেন তিনি। প্রসঙ্গত, ২০২০ সালে ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সেই মৃত্যু নিয়ে প্রচুর জলঘোলা চলেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput : একদিন মন্নতে গিয়ে শাহরুখের সঙ্গে পার্টি করর, সুশান্তের এই স্বপ্ন কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল