বিচারক যশবন্ত বর্মা এবং ধর্মেশ শর্মার বেঞ্চ সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের আবেদন পাওয়ার পর একটি নোটিশ জারি করে একাধিক ব্যক্তির নামে। অভিনেতার বাবার অভিযোগ, তাঁর মৃত ছেলের জীবন নিয়ে আর্থিক লাভ করার চেষ্টা করছে একদল ব্যক্তি। গত জুলাইয়ে, ‘ন্যায়: দ্য জাস্টিস’ নামে একটি ছবির অনলাইন স্ট্রিমিং রোখার আবেদন জানিয়েছিলেন সুশান্তের বাবা। তাঁর দাবি, সেই ছবিতে একাধিক আপত্তিকর মন্তব্য রয়েছে এবং সুশান্তের ব্যক্তি অধিকার লঙ্ঘন হয়েছে। কিন্তু একটি সিঙ্গল বেঞ্চ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: দর্শকদের মন রাখতেই কি বদলাবে শাশুড়ি-বউমার সমীকরণ? ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে বিরাট ট্যুইস্ট
আরও পড়ুন: সমকামী উরফি জাভেদ? জাপটে ধরে কামড়ালেন রহস্যময়ী নারীর ঠোঁট, তাহলে কী…
সুশান্তের বাবার তরফ থেকে মামলাটি লড়ছেন আইনজীবী বরুণ সিং। তিনি বলেন, এই ছবিতে যে কেবল মৃত অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা হয়েছে, এমনটা নয়, একই সঙ্গে তাঁর পরিবারেরও গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। অন্য দিকে, বিরোধী পক্ষের আইনজীবীর মত, এক ব্যক্তির মৃত্যুর পর গোপনীয়তার অধিকার দাবি করা যায় না। আদালতের গোপনীয়তার অধিকার দাবি করা যায় না। আদালতের তরফে বিষয়টি বিবেচনার করার কথা বলা হয়েছে এবং ছবির নির্মাতাদের আবেদনের উত্তর দিতে বলা হয়েছে।
২০২০ সালে ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যু নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। মাত্র ৩৪-এই শেষ হয়ে যায় তরতাজা প্রাণ।