এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, সুশান্ত ইনসমনিয়ায় ভোগেন। অর্থাৎ এই রোগে আক্রান্ত মানুষদের ঘুম হয় না ঠিক মতো। সুশান্তেরও নাকি খানিক এই রোগ ছিল বলে জানিয়েছিলেন কিয়ারা। নিদ্রাহীন রাত কাটত তাঁর। মাত্র ২ ঘণ্টা ঘুমাতেন সুশান্ত।
আরও পড়ুন: নিজের নামে মায়ের যোগ! জন্মবার্ষিকীতে 'সব্যসাচী' সুশান্তের অজানা জীবনে ফিরে দেখা
advertisement
কিয়ারা বলেছিলেন, সুশান্তের এই অভ্যাসটি তাঁর বেশ 'অদ্ভূত' ঠেকত। নায়িকা বলেছিলেন, সারা রাত না ঘুমিয়েও সেটে ক্লান্ত হয়ে পড়তেন না। দারুণ এনার্জি থাকত সারাক্ষণ। সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, সুশান্ত নাকি তাঁকে বুঝিয়েছিলেন, মানুষের শরীর কেবল ২ ঘণ্টার ঘুমেই চাঙ্গা থাকতে পারে।
আরও পড়ুন: সমস্ত সম্পত্তি বন্ধক রেখে দিতে হল! এমন সর্বনাশের মুখে কেন পড়লেন 'ক্যুইন' কঙ্গনা
কিয়ারার কথায়, ''খানিক ইনসমনিয়াক ছিল সুশান্ত। কারণ দিনের শেষে কাজ সেরে আমার তো খুব ঘুম পেত। সুশান্ত বলত, মানুষের শরীরে মাত্র ২ ঘণ্টা ঘুমের প্রয়োজন। সে আপনি ৮ ঘণ্টাই ঘুমোন বা ৭ ঘণ্টা ঘুমান। এর থেকে মাত্র ২ ঘণ্টা হল আসল সময় যখন আপনার মস্তিষ্ক আসলে ঘুমায়, বাকি সময় আপনি অজ্ঞান বা ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু আপনার মন তখনও সক্রিয় থাকে। তাই ও ২ ঘণ্টাই ঘুমাত। যেটা আমার একটু অদ্ভূত লেগেছিল।''
আজ তাঁর ৩৭তম জন্মবার্ষিকী। মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত সুশান্ত। ১৪ জুন, ২০২০ সালে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অভিনেতার। আজও তা দুঃস্বপ্নের মতো। পরিবার, বন্ধুবান্ধব, ভক্তদের কাছে।