সুশান্তের মৃত্যু তদন্তে একের পর এক অভিযুক্তের নাম সামনে এসেছে। কিন্তু আজও সুবিচার পাননি সুশান্ত ও তাঁর পরিবার-পরিজনেরা, এমনই অভিযোগ। অভিনেতার মৃত্যু ঘিরে রয়েছে গভীর অসন্তোষ। তাঁকে খুন করা হয়েছিল? এমনই অভিযোগ সকলের। মূল অভিযুক্ত তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী।
আরও পড়ুন: পর্দায় ‘গদর-২’, সানি দেওলের সঙ্গে আর কাকে দেখা যাবে ছবিতে? বিরাট চমক
সেই রিয়াই বুধবার সুশান্তকে মনে করে একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের উপর সুশান্তকে জাপ্টে ধরে রেখেছেন রিয়া। ক্যাপশনে কালো হৃদয়ের ইমোজি দিয়েছেন নায়িকা। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, ‘হাও আই উইশ ইউ ওয়্যার হিয়ার’ অর্থাৎ আমি এখনও ভাবি, যদি তুমি এখানে থাকতে।
এরপরেই রিয়াকে আক্রমণ করতে ছাড়েননি সুশান্তভক্ত ও রিয়ার ট্রোলরা। ঢং করছেন? ইয়ার্কি করছেন? সোশ্যাল মিডিয়ায় রিয়াকে তুলোধোনা করা হয় এমন লিখে। অভিনেতার পুরনো দিনের স্মৃতি সকলের সামনে তুলে ধরতেই ক্ষেপে আগুন তাঁরা। কেউ রিয়াকে বলছেন তুমি পেত্নী, আবার কেউ বলছেন, নির্লজ্জ। সোজাসুজি আবার কেউ বলেই ফেললেন, এত যখন ভালবাসা ছিল তখন ওকে মারলে কেন? আবার কেউ বলছেন, মৃত্যুর আগেও ব্যবহার করেছ আবার করে যাওয়ার পরেও সিমপ্যথি আদায় করার চেষ্টা?