দ্বিতীয় ছবি হিট হলে পারিশ্রমিক হিসেবে পরের ছবির জন্য ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল ৷ তবে ছবিটি হিট বা ফ্লপ, সেটা স্থির করবে যশরাজ ফিল্মসই ৷ যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি শুদ্ধ দেশি রোমান্স ৷ এই ছবিতে কাজ করে সুশান্ত সিং রাজপুত ৩০ লক্ষ টাকা পেয়েছিলেন ৷ এরপরে যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের দ্বিতীয় ছবি 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি' ৷ পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ছবিটিতে কাজ করে সুশান্ত সিং রাজপুত ১ কোটি টাকা পেয়েছিলেন ৷ এই বিষয়ে চুক্তিতে পরিষ্কার করে কিছু লেখা ছিল না ৷
advertisement
যেখানে দ্বিতীয় ছবির জন্য ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়েছে ১ কোটি টাকা ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন এমন হল? যশরাজ ফিল্মসের সঙ্গে শেখর কাপুরের পরিচালনায় সুশান্ত সিং রাজপুতের তৃতীয় ছবি 'পানি পানি' হওয়ার কথা ছিল কিন্তু সেই ছবি প্রস্তুত হয়নি ৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, তৃতীয় ছবি শ্যুট করা শুরু হয়নি কেননা সৃজনশীল স্তরে মতপার্থক্য ছিল শেখর কাপুর ও আদিত্য চোপড়ার মধ্যে ৷ তাই ছবির ভাবনাচিন্তা বেশি দূর পর্যন্ত এগোয়নি ৷