TRENDING:

ধোনি সেজে খড়গপুরে সুশান্ত সিং রাজপুত !

Last Updated:

চুপ শ্যুটিং চলছে ! তাও আবার ধোনির বায়োপিক ‘এমএস ধোনিছ দ্য আনটোল্ড স্টোরি’র ৷ খড়গপুর প্ল্যাটফর্মে তা নিয়ে তুমুল উত্তেজনা ৷ টিকিট চেকারের পোশাকে, ধোনি রূপে সুশান্ত সিং তখন টিকিট দেখতে ব্যস্ত ৷ ক্রিকেটার হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি তো ছিলেন টিটিই !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর: চুপ শ্যুটিং চলছে ! তাও আবার ধোনির বায়োপিক ‘এমএস ধোনিছ দ্য আনটোল্ড স্টোরি’র ৷ খড়গপুর প্ল্যাটফর্মে তা নিয়ে তুমুল উত্তেজনা ৷ টিকিট চেকারের পোশাকে, ধোনি রূপে সুশান্ত সিং তখন টিকিট দেখতে ব্যস্ত ৷ ক্রিকেটার হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি তো ছিলেন টিটিই !
advertisement

ধোনির বায়োপিক তৈরি করছেন পরিচালক নীরজ পাণ্ডে ৷ ডিসেম্বর মাসের শুরুর দিকে রাঁচীতে চলছিল এই ছবির শ্যুটিং ৷ বৃহস্পতিবার খড়গপুরে ছবির গোটা টিম নিয়ে এসেছেন নীরজ পাণ্ডে ৷ সকাল থেকেই স্টেশনে চলছে শ্যুটিং ৷ কালো কোট পড়ে ধোনি রূপী সুশান্ত সিংকে দেখতে স্টেশন চত্বরে বিশাল ভিড়৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
ধোনি সেজে খড়গপুরে সুশান্ত সিং রাজপুত !