শক্তিগড়ের কাছে এসে পৌঁছলে দুটি গাড়ির মধ্যে একটির পিছনে এসে ধাক্কা মারে একটি ট্রাক। সুরজিৎ (Surojit Chatterjee) জানাচ্ছেন, তাঁদের কারও কোনও আঘাত লাগেনি। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত। গাড়ির পিছনের অংশটি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। গায়ক বলছেন, হতে পারত অনেক কিছুই। কিন্তু লাকিলি কিছু হয়নি। আমরা সাধারণত দুটি গাড়িতে যাই। হঠাৎ দেখি অন্য গাড়িটায় এসে একটা ট্রাক ধাক্কা মারল। আমরা সঙ্গে সঙ্গে লাফিয়ে আমাদের গাড়ি থেকে নামি। তরুণদা ওই গাড়িটা চালাচ্ছিল। তরুণদার কিছু হয়েছে কিনা সেটাই দেখছিলাম। দেখলাম তরুণদা ঠিকই আছে। গানের বাদ্যযন্ত্র ছিল ওই গাড়িতে। সেগুলিও সব ঠিক আছে।"
advertisement
কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। গায়ক বলছেন, "শক্তিগড় থানার পুলিশ খবর পেয়ে দ্রুত চলে আসে। আমাদের গানের অনুষ্ঠান দুপুরেই ছিল। তাই সেখান থেকে কলেজে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেন ওনারাই।" শক্তিগড় থানার পুলিশ খুবই সহযোগিতা করেছেন বলে জানান তিনি। ট্রাকটি খালাসি চালাচ্ছিলেন বলে জানা যাচ্ছে।
তবে বেশ বড় দুর্ঘটনা হতে পারত বলেই মনে করছেন তিনি। ফেসবুকেও সুরজিৎ (Surojit Chatterjee) লিখছেন, "প্রিয় বন্ধুরা, গতকাল বাঁকুড়া যাওয়ার পথে আমরা এক দুর্ঘটনার কবলে পড়ি। কিন্তু সকলের আশীর্বাদে সুরজিৎ ও বন্ধুরা দলের সবাই ভাল আছেন। আমরা সবাই নিরাপদে আছি এবং নিরাপদে বাড়ি ফিরে এসেছি। সকলকে ধন্যবাদ।"