TRENDING:

College Fest: সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট, নেতাজি ইন্ডোরে সুনিধি-জুবিনের অনুষ্ঠান বাতিল

Last Updated:

নজরুল মঞ্চে গত মঙ্গলবার গুরুদাস মহাবিদ্যালয় কলেজের ফেস্ট ছিল। সেখানেই কেকে অনুষ্ঠান করতে এসেছিলেন। গান গাওয়ার পরে তিনি হোটেলে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় অনুষ্ঠান করতে এসেই প্রয়াত বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে। তার দেড় সপ্তাহের মধ্যেই বলিউডের আরও দুই তারকা সঙ্গীতশিল্পী জুবিন নওটিয়াল এবং সুনিধি চৌহানের কলকাতায় এসে গান গাওয়ার কথা ছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুরেন্দ্রনাথ গ্রুপ অব কলেজের ফেস্ট, 'লক্ষ্য'-র অংশ হিসেবে। কিন্তু রাজ্য সরকারের তরফে বাতিল করে দেওয়া হল সেই অনুষ্ঠান। কারণ হিসেবে বলা হয়েছে, সেই মঞ্চে উচ্চশিক্ষা দফতরের অনুষ্ঠান রয়েছে। ফেস্ট-এর তারিখ ছিল ৭ এবং ৮ জুন। উচ্চশিক্ষা দফতরের অনুষ্ঠানের তারিখ ৭ থেকে ১০ জুন। তাই আপাতত মুম্বই থেকে কলকাতায় আসবেন না দুই তারকা। বাতিল করেছে রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর।
advertisement

ওই কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল কর বললেন, ''নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সরকারি অনুষ্ঠানের বুকিং হয়ে গেলে অন্য কোনও অনুষ্ঠান করা যায় না। তাই জন্য সরকারের পক্ষ থেকে আমরা চিঠি পাই, ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত উচ্চশিক্ষা দফতরের অনুষ্ঠান আছে বলে ফেস্টের জন্য দেওয়া যাবে না। সত্যিই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার তো নেই। উপরন্তু এখনই আমরা অন্য কোনও মঞ্চ বুক করতে পারব না। তাই পিছিয়ে দিতে বাধ্য হই।'' নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কেকে-র মৃত্যুর কারণ কি লুকিয়ে এই সিদ্ধান্তের পিছনে? ইন্দ্রনীল কর বললেন, ''চিঠিতে সে রকম কোনও কারণ লেখা ছিল না। অনুষ্ঠান ছিল বলেইব বাতিল করতে বলা হয়েছে কেবলমাত্র।''

advertisement

আরও পড়ুন: কেকে-র অনুষ্ঠানের পর নজরুল মঞ্চে ফের ফেস্ট! গাইছেন অনুপম, রইল ব্যবস্থাপনার ছবি

আরও পড়ুন: অনুমতি নিয়ে সমযোদ্ধাদের নাম নেওয়া উচিত ছিল! বাংলার শিল্পীদের প্রসঙ্গে রূপঙ্কর

নজরুল মঞ্চে গত মঙ্গলবার গুরুদাস মহাবিদ্যালয় কলেজের ফেস্ট ছিল। সেখানেই কেকে অনুষ্ঠান করতে এসেছিলেন। গান গাওয়ার পরে তিনি হোটেলে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কেকে। কিন্তু নজরুল মঞ্চের প্রশাসনিক ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন অনেকে। প্রশ্ন উঠছে, এত ভিড় কেন হয়েছিল অনুষ্ঠানে? নির্দিষ্ট আসনসংখ্যার অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন গাব শুনতে। তা ছাড়া এসি ঠিকঠাক কাজ করছিল না নাকি সে দিন। সব মিলিয়ে শহরে অনুষ্ঠানের জন্য উপযুক্ত বন্দোবস্ত নেই বলে অভিযোগ মানুষের।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
College Fest: সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট, নেতাজি ইন্ডোরে সুনিধি-জুবিনের অনুষ্ঠান বাতিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল