TRENDING:

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই জাতীয় পুরস্কার পেলেন সুরেকা সিক্রি

Last Updated:

১০ মাস আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সুরেকা সিক্রি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাধাই হো ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সুরেকা সিক্রি৷ পুরস্কার পেয়েই ৭৪ বছরের জানান, এই দিনটা হয়তো দেখতেই পেতেন না তিনি৷ ১০ মাস আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি৷
advertisement

সুরেকা জানান, মহাবালেশ্বরে শুটিংয়ে গিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি৷ তখনই ব্রেন স্ট্রোক হয়৷ এখনও পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেননি তিনি৷ পরিবার ও বন্ধুদের সঙ্গেই তিনি এই জয় উদযাপন করছেন বলে জানিয়েছেন৷

পুরস্কার পাওয়ার পরই প্রিয়া দাদিসার সঙ্গে গিয়ে দেখা করে আসেন অভিনেতা শশাঙ্ক ব্যাস৷ বালিকা বধূ ধারাবাহিকে জগদীশের চরিত্রে অভিনয় করেছিলেন শশাঙ্ক৷ তবে এই প্রথম নয়, এই নিয়ে তৃতীয় পুরস্কার পেলেন সুরেকা সিক্রি৷

advertisement

১৯৮৮ সালে তমস ছবির জন্য প্রথমবার এবং ১৯৯৫ সালে মাম্মো ছবির জন্য দ্বিতীয় বার জাতীয় পুরস্কার পান সুরেকা৷ ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পান তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুরেকা সিক্রি ছাড়াও সেরা জনপ্রিয় ছবির জাতীয় পুরস্কারও জিতেছে বাধাই হো৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই জাতীয় পুরস্কার পেলেন সুরেকা সিক্রি