TRENDING:

পদ্মাবতী বিতর্কে মুখ্যমন্ত্রীদের সমালোচনা, বিদেশে পদ্মাবতীর মুক্তি বন্ধের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Last Updated:

পদ্মাবতী বিতর্কে মুখ্যমন্ত্রীদের সমালোচনা, বিদেশে পদ্মাবতীর মুক্তি বন্ধের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: বিদেশে পদ্মাবতী দেখানোয় কোনও সমস্যা নেই। বিদেশে মুক্তির স্থগিতাদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। পদ্মাবতী বিতর্কে জনপ্রতিনিধিদের সমালোচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে ছবি মুক্তি পায়নি।সেই ছবি নিয়ে মন্তব্য করা একেবারেই ঠিক নয়।
advertisement

বিদেশে পদ্মাবতী সিনেমার মুক্তি বন্ধ করার আবেদন খারিজ শীর্ষ আদালতে ৷ একইসঙ্গে পদ্মাবতী বিতর্কে জনপ্রতিনিধি ও আধিকারিকদের বিরূপ মন্তব্যেরও কঠোর ভাষা সমালোচনা করে সুপ্রিম কোর্ট ৷

প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ এদিন আদালতে সাফ জানায়, কোনও সিনেমার মুক্তি নিয়ে রায় দিতে পারে না সুপ্রিম কোর্ট ৷ সিবিএফসি এখনও ছবিকে সার্টিফিকেট দেয়নি ৷ তার আগেই এত মন্তব্য ও সমালোচনার কি প্রয়োজন ? একইসঙ্গে পদ্মাবতী বিতর্কে একাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরূপ মন্তব্যেরও তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত ৷

advertisement

জনপ্রতিনিধিদের কঠোর ভর্ৎসনা করে সু্প্রিম কোর্ট এদিন বলে, ‘উচ্চ পদাধিকারীরা পদ্মাবতী সম্পর্কে মন্তব্য করছেন ৷ সেন্সর বোর্ড ওই ছবিকে সার্টিফিকেট দেয়নি ৷ তার আগেই এত মন্তব্য কেন? এতে তো বিচারের আগেই বিচার হয়ে যাচ্ছে ৷’

শুধু জন প্রতিনিধিরাই নয়, ছবি নিয়ে আন্দোলনকারীদেরও সমালোচনা করতেও ছাড়েনি সুপ্রিম কোর্ট। যে ছবিকে সিবিএফসি সার্টিফিকেটই দেওয়া হয়নি। সেই ছবি নিয়ে মন্তব্য করা একেবারেই ঠিক নয়। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে পদ্মাবতীর আন্দোলনকারীরা যে ব্যাকফুটে, তা বলাই যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইংল্যান্ডের সেন্সর বোর্ড জানায়, ১ ডিসেম্বর সে দেশে মুক্তি পেতে পারে পদ্মাবতী। পদ্মাবতীর মুক্তি রুখতে সুপ্রিম কোর্টে মামলা করেন এম এল শর্মা নামে এক আইনজীবী ৷ ছবিটি মুক্তি পেলে সামাজিক ঐক্য নষ্ট হবে বলে মামলার আবেদনে দাবি করেন তিনি ৷ সেই আর্জি এদিন খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
পদ্মাবতী বিতর্কে মুখ্যমন্ত্রীদের সমালোচনা, বিদেশে পদ্মাবতীর মুক্তি বন্ধের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের