TRENDING:

সানির এক রাত!

Last Updated:

উঠুক বিতর্ক ! ছড়িয়ে পড়ুক রটনা ৷ প্রশ্ন তুলুক গোটা সমাজ ৷ কিন্তু সানি থাকবেন বিন্দাস ৷ আপাতত, এই ফিলোজফিতে বিশ্বাসী হয়ে উঠেছেন সানি লিয়ন৷ তার উপর গোটা বলিউডকে পাশে পেয়ে তো সানি উড়ছেন হাওয়ায় ৷ সব বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে স্বমহিমায় সানি লিয়ন ৷ আর সঙ্গে এবার রতি অগ্নিহোত্রীর পুত্র তনুজ ভিরওয়ানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উঠুক বিতর্ক ! ছড়িয়ে পড়ুক রটনা ৷ প্রশ্ন তুলুক গোটা সমাজ ৷ কিন্তু সানি থাকবেন বিন্দাস ৷ আপাতত, এই ফিলোজফিতে বিশ্বাসী হয়ে উঠেছেন সানি লিয়ন৷ তার উপর গোটা বলিউডকে পাশে পেয়ে তো সানি উড়ছেন হাওয়ায় ৷ সব বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে স্বমহিমায় সানি লিয়ন ৷ আর সঙ্গে এবার রতি অগ্নিহোত্রীর পুত্র তনুজ ভিরওয়ানি ৷ ছবির নাম ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ৷ পরিচালক জাসমিন ডি’সুজা ৷ এই ছবির গল্প মোটেই প্রেম নয়, বরং এক রাতের প্রেমকে উসকে দিয়ে ইয়ং জেনারেশনের নতুন চিন্তাভাবনাকে সমালোচনা করতে চলেছে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ৷ প্রকাশ্যে এল এই ছবির ফার্স্টলুক ৷ ছবিটি মুক্তি পাবে ৮ এপ্রিল ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন