সোমবার মুম্বইয়ের বান্দ্রায় একাধিকবার সানি ও ইজাবেলকে একসঙ্গে দেখা গিয়েছে। ক্যামেরা সামনে আসতেই খানিক লজ্জা পেয়ে পা চালান সানি কৌশল ও ইজাবেল কাইফ। বৃষ্টিভেজা শহরে দু’জনের একান্তে এমন গাড়ি সফরে গুঞ্জন জোরালো হয়েছে। এমনকী দু’জনের পোশাকের মিল দেখতেও ছাড়েননি নেটিজেন।
আরও পড়ুন: ঘরের চালে বিকট শব্দ, দেখতে গিয়েই ভয়ঙ্কর-অবিশ্বাস্য! এত বড় সাপ? দেখুন
advertisement
সোশ্যাল মিডিয়ায় সানি ও ইজাবেলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। ২০২১ সালে ভিকি ক্যাটরিনার বিয়ের পর থেকেই সানি ও ইজাবেলকে একসঙ্গে দেখা যায়। ছবি ও ভিডিও দেখে অনেকেরই ধারণা প্রেম করছেন তাঁরা। যদিও অফিশিয়ালি এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই।
আরও পড়ুন: বিরাট খবর, বাংলা থেকে ট্রেনেই যাওয়া যাবে সিকিম! রেল প্রকল্পের উদ্বোধন কবে?
এর আগে অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যেত সানি কৌশলের। বান্টি অওর বাবলি ২-তে অভিনয় করেছিলেন শর্বরী। এখন নতুন করে ইজাবেলের সঙ্গে সম্পর্কের জল্পনা তৈরি হয়েছে। এমন সব ভিডিও দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি ফের কৌশল ও কাইফের বিয়ে দেখা যাবে? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।