সম্প্রতি ট্যুইটারে শাহরুখের কাছে তাঁর এক অনুরাগী জানতে চান যে, তিনি ‘গদর ২’ দেখেছেন কি না। সেই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে বাদশা লেখেন, ‘হ্যাঁ, দারুণ লেগেছে।’ শুধু যে ছবি দেখেছেন, তা নয়। ‘গদর ২’-এর সাফল্যের জন্য সানিকে শুভেচ্ছাও জানাতে ভোলেননি শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, শাহরুখ তাঁকে ফোন করেছিলেন। তাঁর কথায়, “উনি ছবিটি দেখে আমাকে ফোন করে শুভেচ্ছা জানালেন। ছবির সাফল্যে উনি খুবই খুশি। আমাকে বললেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। এই সাফল্য আপনার সত্যিই প্রাপ্য।’ আমিও ওঁকে ধন্যবাদ জানালাম।”
advertisement
আরও পড়ুন: গৌরবের সঙ্গে ছবি দিতেই ত্বক নিয়ে মন্তব্য! স্পষ্ট জবাবে তাক লাগালেন দেবলীনা
আরও পড়ুন: জিতু এখন অতীত! ‘বিশেষ বন্ধু’র সঙ্গে গোয়ায় নবনীতা? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল
এত বছরের মান-অভিমানে তবে ইতি? প্রশ্ন রাখতেই সানির উত্তর, ‘সময় সব কিছু ঠিক করে দেয়। আমরাও জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি। আর তেমনই তো হওয়া উচিত।”
১৯৯৩ সালে ‘ডর’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন সানি এবং শাহরুখ। যশ চোপড়া পরিচালিত সেই ছবির একটি দৃশ্য নিয়েই নাকি মতপার্থক্যের কারণে দুই তারকার মধ্যে মনোমালিন্য হয়। তার পর থেকেই নাকি একে অপরকে এড়িয়ে চলতেন তাঁরা।