‘গদর’ গল্প হলেও ভারতীয় যুবক এবং পাকিস্তানি তরুণীর প্রেমের উদাহরণ অবশ্য বাস্তবেও রয়েছে। সম্প্রতি পাকিস্তানের সীমা হায়দার এবং শচীনের সম্পর্ক নিয়েও চলেছে জোর চর্চা। এ বিষয়ে কি মত সানি দেওলের? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনা নিয়ে মুখ খুললেন সানি দেওল৷
‘গদর’-এর সিক্যুয়াল নিয়ে ফের একবার পর্দায় ফিরেছেন সানি-আমিশা৷ এই কাহিনি গল্প হলেও বাস্তবেও এমন বহু উদাহরণ রয়েছে৷ কখনও ভারতীয়র প্রেমে পাকিস্তান ছেড়ে এসেছেন কোনও পাকিস্তানি, আবার কখনও পাকিস্তানির প্রেমে দেশ ছেড়েছেন কোনও ভারতীয়৷ শচীনের প্রেমে পাকিস্তানে নিজের সংসার ছেড়ে ভারতে চলে এসেছেন সীমা৷ আবার বন্ধুর সঙ্গে থাকার জন্য পাকিস্তানে পৌঁছেছেন অঞ্জু৷
advertisement
সানি বলেন,‘‘আজকাল প্রযুক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে দেখা করার সুবিধা দেয়৷ একে অপরের প্রতি অনুভূতি তৈরি হলেই তাঁদের দেখা করার ইচ্ছে জাগে৷ তখন তারা স্বাভাবিকভাবেই দেখা করতে এবং একসঙ্গে থাকতে চায়। এই ধরনের বিষয় নিয়ে সমালোচনা বা নিজেদের সম্পর্কে চিন্তা করার পরিবর্তে, আমাদের উচিত ওই দুটি মানুষের পছন্দকে সম্মান করা, কারণ এটি তাদের ব্যক্তিগত জীবন। এটা ঠিক নাকি ভুল সেটা তাদের সিদ্ধান্ত নিতে হবে।’’
আরও পড়ুন: ৮৭-তে পর্দায় গাঢ় চুুমু! ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ দৃশ্য দেখতে পারেননি সানি, যা বললেন…
সেইসঙ্গে সানি এও জানালেন যে তিনি খুব বেশি খবর রাখেন না৷ তিনি বললেন,‘‘ছোট থেকেই আমি খুব কমই খবরের কাগজ পড়ি বা খবর দেখিও কম৷ দেখলেও শুধুমাত্র খেলাধুলার পাতাই দেখতাম৷’’