TRENDING:

Bollywood: পান মশলার পুরনো বিজ্ঞাপনে দেখা মিলল সানি-প্রীতির, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

Last Updated:

প্রসঙ্গত ‘দিল সে’, ‘কাল হো না হো’ এবং ‘বীর জারা’-র মতো কিংবদন্তি ছবিতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে। আপাতত বলিউডে কামব্যাকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে প্রীতিকে। আসলে জিন গুডএনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছিলেন প্রীতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি পান মশলার একটি পুরনো বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে রেডিটে। আর সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল সানি দেওল এবং প্রীতি জিন্টাকে। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভিডিও-য় শক্তি কাপুর এবং দিলনাজ ইরানির মতো তারকাদেরও দেখা গিয়েছে। মাইক্রোব্লগিং সাইটে আপাতত ভাইরাল সেই ভিডিও। আর এহেন একটি পণ্যের প্রচার করার জন্য সকল অভিনেতা-অভিনেত্রীর সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। আর সবথেকে বড় কথা হল, ওই বিজ্ঞাপনে বাচ্চাদেরও দেখা গিয়েছে। ফলে সেটা নিয়েও নিন্দায় সরব হয়েছে নেটদুনিয়া।
advertisement

বিজ্ঞাপনে একদল পর্যটককে বাসে দেখা যাচ্ছে। তাঁরা বেশ উচ্ছ্বাসের সঙ্গে একটি পান মশলার ব্র্যান্ড নিয়ে বেশ ঝামেলা করছেন। এর মধ্যে বাচ্চাদের দলের একজন সানি দেওল এবং প্রীতি জিন্টাকে দেখতে পায়। তাঁরা আবার পানমশলার প্রশংসা করছিলেন। এমনকী প্যাকেটটিকে নিজের ‘অটোগ্রাফ’ বলে সম্বোধন করেন সানি। ভিডিওটিতে একাধিক জনপ্রিয় তারকাকে এবং বেশ কিছু শিশু শিল্পীকেও দেখা গিয়েছে।

advertisement

আরও পড়ুন-     বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

এক ব্যক্তি আবার কমেন্ট সেকশনে লিখেছেন, “এটা সত্যিই গুটখা?? যদি হ্যাঁ হয়, তাহলে উনি কেন সেটা বাচ্চাটাকে দিচ্ছেন?” আর একজন আবার লিখেছেন, “সম্ভবত ওটা আসল গুটখা নয়! কিন্তু কোনও সারোগেট প্রোডাক্ট। যেখানে তামাকজাত দ্রব্যের অন্য কোনও প্রকারভেদ ব্যবহার করা হয়েছে।” অন্য এক ব্যক্তি লিখেছেন, “এই ধরনের বিজ্ঞাপনে বাচ্চাদের না রাখলেই পারতেন।” চতুর্থ নেটিজেনের বক্তব্য, “এই দুর্দান্ত কাস্ট আমার পছন্দ হয়েছে। কিন্তু এই পণ্যটি একেবারেই নয়।” অন্য একজন আবার লিখেছেন, “আরে এটাকে আড়াল করবেন না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

প্রসঙ্গত ‘দিল সে’, ‘কাল হো না হো’ এবং ‘বীর জারা’-র মতো কিংবদন্তি ছবিতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে। আপাতত বলিউডে কামব্যাকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে প্রীতিকে। আসলে জিন গুডএনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছিলেন প্রীতি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood: পান মশলার পুরনো বিজ্ঞাপনে দেখা মিলল সানি-প্রীতির, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল