বিজ্ঞাপনে একদল পর্যটককে বাসে দেখা যাচ্ছে। তাঁরা বেশ উচ্ছ্বাসের সঙ্গে একটি পান মশলার ব্র্যান্ড নিয়ে বেশ ঝামেলা করছেন। এর মধ্যে বাচ্চাদের দলের একজন সানি দেওল এবং প্রীতি জিন্টাকে দেখতে পায়। তাঁরা আবার পানমশলার প্রশংসা করছিলেন। এমনকী প্যাকেটটিকে নিজের ‘অটোগ্রাফ’ বলে সম্বোধন করেন সানি। ভিডিওটিতে একাধিক জনপ্রিয় তারকাকে এবং বেশ কিছু শিশু শিল্পীকেও দেখা গিয়েছে।
advertisement
এক ব্যক্তি আবার কমেন্ট সেকশনে লিখেছেন, “এটা সত্যিই গুটখা?? যদি হ্যাঁ হয়, তাহলে উনি কেন সেটা বাচ্চাটাকে দিচ্ছেন?” আর একজন আবার লিখেছেন, “সম্ভবত ওটা আসল গুটখা নয়! কিন্তু কোনও সারোগেট প্রোডাক্ট। যেখানে তামাকজাত দ্রব্যের অন্য কোনও প্রকারভেদ ব্যবহার করা হয়েছে।” অন্য এক ব্যক্তি লিখেছেন, “এই ধরনের বিজ্ঞাপনে বাচ্চাদের না রাখলেই পারতেন।” চতুর্থ নেটিজেনের বক্তব্য, “এই দুর্দান্ত কাস্ট আমার পছন্দ হয়েছে। কিন্তু এই পণ্যটি একেবারেই নয়।” অন্য একজন আবার লিখেছেন, “আরে এটাকে আড়াল করবেন না।”
প্রসঙ্গত ‘দিল সে’, ‘কাল হো না হো’ এবং ‘বীর জারা’-র মতো কিংবদন্তি ছবিতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে। আপাতত বলিউডে কামব্যাকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে প্রীতিকে। আসলে জিন গুডএনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছিলেন প্রীতি।