মাইনর হার্ট অ্যাটাক হওয়ার পরে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল গ্রোভার (Sunil Grover)। তার পরে তাঁর বাইপাস সার্জারি হয়। আজ তিনি টুইট করেন, "ভাই চিকিৎসা ঠিক ঠাক হয়েছে। এখনও হিলিং চলছে। আপনাদের সকলের আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ জানাই। ঠোকো তালি!" সব সময়ের মতোই এই টুইটও মজার ছলে করেছেন অভিনেতা। অনুরাগীরা এই টুইট পেয়ে অনেকটাই নিশ্চিন্তে।
advertisement
মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন সুনীল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ ছিল। গত ২৭ জানুয়ারি সেখানেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। ৪টে বাইপাস সার্জারি হয়েছে তাঁর। ৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
আরও পড়ুন- ভুবন বাদ্যকারকে বিশেষ সম্মান রাজ্য পুলিশের! 'কাঁচা বাদাম' গেয়ে শোনালেন পুলিশ কর্তাদের
মাত্র ৪৪ বছরের সুনীল গ্রোভার (Sunil Grover) এক সময় কপিল শর্মার সঙ্গে কমেডি শো-করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বড় পর্দায় নিজের অভিনয়ক্ষমতাও প্রমাণ করেছেন তিনি। এমনকী ওটিটিতেও করেছেন কাজ। জানা গিয়েছে, আচমকা ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি শ্যুটিং শেষ করে হাসপাতালে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন।
আরও পড়ুন- 'মিঠাই'-এর বড় ধাক্কা! বাংলা ধারাবাহিকের টিআরপি-তে অবাক কাণ্ড, কারা প্রথম তিন
সুনীলের অসুস্থতার খবর শুনে টুইট করেছিলেন সিমি গারেওয়ালও। তিনি লিখেছিলেন, "আমি হতভম্ব এই খবর শুনে। নিজে হৃদযন্ত্রের সমস্যা নিয়েও আমাদের মনকে হাসি-খুশি রাখেন সুনীল। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।"