TRENDING:

'সবই তো ঠিক ছিল, হঠাৎ...', বন্ধু অক্ষয়কে নিয়ে চিন্তায় সুনীল?

Last Updated:

বলিউডের আদ্যোপান্ত কমেডি ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তিতে অক্ষয়ের পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কিন্তু স্বস্তি নেই তাতেও। সবটাই হোক আগের মতো, এমনটাই চাওয়া সিনেপ্রেমীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
'হেরা ফেরি' থেকে মুখ ফিরিয়েছেন অক্ষয় কুমার। রাজু-শ্যাম-বাবুরাওয়ের সেই চেনা ত্রয়ী ভাঙতে বসার খবরে মন খারাপ অনুরাগীদের। বলিউডের আদ্যোপান্ত এই কমেডি ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তিতে অক্ষয়ের পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কিন্তু স্বস্তি নেই তাতেও। সবটাই হোক আগের মতো, এমনটাই চাওয়া সিনেপ্রেমীদের। ফেসবুক, টুইটারেও তা নিয়ে চর্চা কম নয়।
advertisement

এ হেন অবস্থায় হাল ধরেছেন সুনীল শেট্টি। বন্ধু অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিলেন পর্দার শ্যাম। বললেন, "অক্ষয়কে ছাড়া হেরা ফেরি ৩ হতেই পারে না। রাজু, বাবু ভাইয়া আর শ্যাম একসঙ্গে যাত্রা শুরু করেছিল। এই ছবির নাম উঠলেই মানুষ উচ্ছ্বসিত হন। দেখি সব কিছু আবার ঠিক করা যায় কি না।"

advertisement

শোনা গিয়েছিল, ছবির চিত্রনাট্য নিয়ে নিশ্চিত হতে পারছেন না অক্ষয়। অগত্যা ফ্র্যাঞ্চাইজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। পরে যদিও জানা যায়, 'হেরা ফেরি ৩'-র অংশ হতে চড়া দর হাঁকিয়েছেন অভিনেতা। আর তাতেই নাকি ভেস্তে গিয়েছে সবটা। এখনও পর্যন্ত এ বিষয়ে যদিও অভিনেতা এবং নির্মাতাদের মুখে কুলুপ।

আরও পড়ুন :  ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral

advertisement

আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া

সুনীল যদিও বলেন, "সবটাই ঠিক হয়ে গিয়েছিল। তার পর হঠাৎ একদিন শুনলাম অক্ষয় এই ছবিতে কাজ করছে না।"

সিরিজের প্রচার পর্ব মিটলে প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার সঙ্গে বৈঠক করবেন সুনীল। অক্ষয়কে ফিরিয়ে আনা যায় কি না, সেই বিষয়েই মূলত আলোচনা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

তবে কি বন্ধুর আবদারে শেষমেশ মত পাল্টাবেন অক্ষয়? এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'সবই তো ঠিক ছিল, হঠাৎ...', বন্ধু অক্ষয়কে নিয়ে চিন্তায় সুনীল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল