এ হেন অবস্থায় হাল ধরেছেন সুনীল শেট্টি। বন্ধু অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিলেন পর্দার শ্যাম। বললেন, "অক্ষয়কে ছাড়া হেরা ফেরি ৩ হতেই পারে না। রাজু, বাবু ভাইয়া আর শ্যাম একসঙ্গে যাত্রা শুরু করেছিল। এই ছবির নাম উঠলেই মানুষ উচ্ছ্বসিত হন। দেখি সব কিছু আবার ঠিক করা যায় কি না।"
advertisement
শোনা গিয়েছিল, ছবির চিত্রনাট্য নিয়ে নিশ্চিত হতে পারছেন না অক্ষয়। অগত্যা ফ্র্যাঞ্চাইজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। পরে যদিও জানা যায়, 'হেরা ফেরি ৩'-র অংশ হতে চড়া দর হাঁকিয়েছেন অভিনেতা। আর তাতেই নাকি ভেস্তে গিয়েছে সবটা। এখনও পর্যন্ত এ বিষয়ে যদিও অভিনেতা এবং নির্মাতাদের মুখে কুলুপ।
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া
সুনীল যদিও বলেন, "সবটাই ঠিক হয়ে গিয়েছিল। তার পর হঠাৎ একদিন শুনলাম অক্ষয় এই ছবিতে কাজ করছে না।"
সিরিজের প্রচার পর্ব মিটলে প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার সঙ্গে বৈঠক করবেন সুনীল। অক্ষয়কে ফিরিয়ে আনা যায় কি না, সেই বিষয়েই মূলত আলোচনা হবে।
তবে কি বন্ধুর আবদারে শেষমেশ মত পাল্টাবেন অক্ষয়? এখন সেটাই দেখার।