সুনীল বলেন, "আমি বলি, আমি ওর বাবা। একজনের শ্বশুরের ঠিক কী ভূমিকা হওয়া উচিত, আমি জানি না। আমি ওর অনুরাগী। ওকে খুব ভালবাসি। অনেক তরুণ প্রতিভাকেই আমি স্নেহ করি।"
আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
আরও পড়ুন: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার
advertisement
সুনীল আগাগোড়াই ক্রিকেট প্রেমী। সুযোগ পেলেই ওয়াংখেড়েতে তরুণ ক্রিকেটারদের খেলা দেখতে যেতেন। সেখানেই রাহুলকে চোখে পড়ে অভিনেতার। তিনি বলেন, " রাহুলকে দেখে ভেবেছিলাম, এই ছেলেটি ভাল খেলে। ও আমারই মতো ম্যাঙ্গলোরের ছেলে। ছোট শহরের প্রতিভাদের সাফল্য পেতে দেখলে গর্ব অনুভব হয়। ওর অনুরাগী ছিলাম। এ বার বাবা হলাম।"
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২৩ জানুয়ারি সুনীলের খান্ডালার ফার্ম হাউজে বিয়ে করেন রাহুল এবং সুনীল- কন্যা আথিয়া শেট্টি। সাতপাক ঘোরার আগে পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনেই।