TRENDING:

Sundarban: ‘বাল্য বিবাহ থেকে নারী পাচার’, সুন্দরবনের নারীদের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থা, পাশে আছেন অভিনেতা সৌরভ

Last Updated:

কাটাখালি স্বপ্ন ওয়েলফেয়ার সোশ্যাইটির এই অভিযানে তাদের পাশে আছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী৷ ‘রক্ষাবন্ধন’ বা ‘রাখীবন্ধন’ নামের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য সুন্দরবনের নারীদের জীবনযাত্রার মান উন্নত করা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাল্য বিবাহ থেকে নারী পাচার, একাধিক সমস্যার শিকার সুন্দরবনের নারীরা৷ তাঁদের পাশে দাড়াল কাটাখালি স্বপ্ন ওয়েলফেয়ার সোশ্যাইটি এবং এসভিএপ ইন্ডিয়া৷ মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই শুরু হল নতুন অভিযান৷
‘বাল্য বিবাহ থেকে নারী পাচার’, সুন্দরবনের নারীদের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থা, সঙ্গে আছেন সৌরভ
‘বাল্য বিবাহ থেকে নারী পাচার’, সুন্দরবনের নারীদের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থা, সঙ্গে আছেন সৌরভ
advertisement

কাটাখালি স্বপ্ন ওয়েলফেয়ার সোশ্যাইটির এই অভিযানে তাদের পাশে আছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী৷ ‘রক্ষাবন্ধন’ বা ‘রাখীবন্ধন’ নামের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য সুন্দরবনের নারীদের জীবনযাত্রার মান উন্নত করা৷

তাঁদের কাটাখালি স্বপ্নপুরন ওয়েলফেয়ার সোসাইটি এবং এসভিপি ইন্ডিয়ার মাসব্যাপী রক্ষাবন্ধন প্রচারাভিযানটি সুন্দরবনের ৪৫০ জন শিশুকন্যাকে পুরো বছরের জন্য শিক্ষার পৃষ্ঠপোষকতার লক্ষ্যমাত্রা দিয়েছে।

advertisement

এর জন্য প্রতি বছর প্রতি শিশুর জন্য এই ১২০০০ টাকা প্রয়োজন৷ সংস্থার পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের এই কারণে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কন্যাসন্তানদের শিক্ষা এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সচেতনতা বৃদ্ধিতে অর্থ ব্যয় করা হবে।

এই উদ্যোগে সামিল হতে পেরে আপ্লুত সৌরভ৷ তিনি বলেন,‘‘আমার গভীর বিশ্বাস থেকেই আমি এই কাজে সামিল হয়েছি৷ একজন অভিনেতা, পরিচালক এবং লেখক হিসাবে, আমি একটি উন্নত ভবিষ্যত তৈরি করতে জ্ঞান এবং দক্ষতা দিয়ে যুবকদের ক্ষমতায়নের গুরুত্ব স্বীকার করি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এতে কেএসডব্লিউএস-এর সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে, আমি সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এবং দ্বীপগুলিতে শিশুদের জীবনকে উন্নত করার জন্য, পাশাপাশি শিক্ষার তাৎপর্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে চাই৷’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sundarban: ‘বাল্য বিবাহ থেকে নারী পাচার’, সুন্দরবনের নারীদের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থা, পাশে আছেন অভিনেতা সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল