গত সপ্তাহে কোভিডে মাতৃহীন হয়েছে অভিনেত্রী চূর্ণী ৷ ‘দিদি’-কে হারিয়ে শোকাচ্ছন্ন সুদীপ্তাও৷ জানিয়েছেন, স্কুলে তাঁরা শিক্ষিকাদের ‘দিদি’ সম্বোধন করতেন ৷ আলিপুর মাল্টিপারপাস গার্লস স্কুলের সেই প্রিয় ভূগোল শিক্ষিকা সুদীপ্তাদি’র মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সমনামী ছাত্রী ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার শিক্ষিকা হিসেবে খুব গর্ব করতেন আমাকে নিয়ে। প্রত্যেক ছবি দেখে বেরিয়েই মাথায়,গালে হাত দিয়ে আদর, বলতেন," তুমি তো ভালো করবেই,আমি জানি...." !!! কত আশীর্বাদ, কত ভালোবাসা পেয়েছি দিদির কাছে।’
advertisement
বিষাদছায়ায় সুদীপ্তার আক্ষেপ, ‘খুব অসহায় লাগছে। দিদিকে শেষবারের মত দেখতেও পেলাম না একবার.....এ পৃথিবী কবে শান্ত হবে !!????’
মন বিক্ষুব্ধ থাকলেও অতিমারিতে হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন সুদীপ্তা ৷ এক থ্যালাসেমিয়া রোগী জন্য সম্প্রতি রক্তদান করেছেন তিনি ৷ কোভিড পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতেই এই উদ্যোগে সামিল হলেন তিনি ৷ ভয় কাটিয়ে জীবনে প্রথম বার রক্তদান করলেন ৷ সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন আরও বেশি করে রক্তদান উদ্যোগে সামিল হওয়ার জন্য ৷ কারণ নিয়মিত রক্তদাতাদের অনেকেই কোভিড আ্ক্রান্ত ৷ তার উপর লকডাউনে সমস্যা আরও বেড়েছে ৷ কোভিডের টিকা নিলে কিছু দিন পর্যন্ত রক্তদান করা যায় না ৷ ফলে সুদীপ্তার আশঙ্কা,
টিকাকরণ বাড়লে রক্তসঙ্কট আরও গভীর হওয়ার সম্ভাবনা আছে ৷ তাই নিজের রক্তদানের ছবি শেয়ার করে জনমানসে সচেতনতা প্রসার করতে চেয়েছেন অভিনেত্রী ৷