রবিবারই শেষ আইবুড়ো ভাত খেয়েছেন সুদীপ্তা। মেহেন্দি দিয়ে সাজিয়ে তুলেছেন নিজের দুই হাত ও দুই পা। সে সমস্ত ভিডিওর মাঝেই হঠাৎ দেখা গেল, ভাত খেতে খেতে কেঁদে ফেলেছেন নায়িকা। বন্ধুরা তাঁকে সামলাচ্ছেন। আচমকা আনন্দের দিনের আগে কী এমন হল তাঁর?
আরও পড়ুন: সামনেই TMC নেতার সঙ্গে বিয়ে, মেগার সেটে ভাজাভুজি ও ১৩ পদে আইবুড়ো ভাত সুদীপ্তা ওরফে বেণী বৌদির
advertisement
আরও পড়ুন: শুভ্র ঠাকুরপো নয়, প্রাক্তন বিধায়কের ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বেণী বৌদি সুদীপ্তা
একেই বলে আনন্দাশ্রু। বিয়ে করে স্বামীর সঙ্গে ঘর করবেন সুদীপ্তা। ছেড়ে যেতে হবে নিজের পরিবারকে। সেই সমস্ত কথা মাথায় এনে আনন্দের দিনের আগে চোখে জল এসেছে সুদীপ্তার। তাই আইবুড়ো ভাত খেতে খেতেই আবেগতাড়িত হয়ে পড়েছেন টেলি নায়িকা। ভিডিওতে সেই মুহূর্তটিই ফুটে উঠল।
সায়েন্স সিটির পিছনের গ্রাউন্ডে এলাহি আয়োজন করা হয়েছে বিয়ের। বউভাত হবে নিকো পার্কে। ঘটা করে বিনোদন এবং রাজনীতির জগতের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানো হবে। দেড় বছর আগেই সৌম্যর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ করেছেন সুদীপ্তা। ইনস্টাগ্রামে যুগলের ছবিতেও প্রেম, আদর, সোহাগের ছোঁয়া স্পষ্ট। লাঞ্চ ডেট, ডিনার ডেট অথবা দু’জনের আলিঙ্গন করা ছবি পোস্ট করেন টেলিনায়িকা।
২০২১ সালেই বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। সেই সময়েই ফেসবুকে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন। কিন্তু করোনার অতিমারির কারণে বিয়ে হয়নি। ২০২৩ সালের মে মাসে এবার বিয়ের পিঁড়িতে বসবেন সুদীপ্তা-সৌম্য।