আরও পড়ুন প্রেগন্যান্ট বিপাশার পেটের উপর করণের ঠোঁট! গুনগুন করে শোনাচ্ছেন গান
কী লিখেছেন অরিত্র দত্ত বণিক? এই কারণে বাংলার মিডিয়া ও ফিল্মের শিল্পীরা দীর্ঘদিন আগেই দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা হারিয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা যাকে লক্ষাধিক মানুষ ফলো করেন তার কাছ থেকে এই বক্তব্য একেবারে কাম্য ছিলোনা। তাও উনি পোস্টটা ডিলিট করেছেন তবে মাথায় রাখবেন পোস্ট সরিয়ে নিলেই মন থেকে অহংকারী মানসিকতা সরে যায়না, তাই যে কোনো কুরিয়ারের ছেলেমেয়েরা আসলে অশিক্ষিত ও আপনার ভৃত্য, এই ধরনের চিন্তা ছুড়ে ফেলে দিন। ওরা পরিষেবা ক্ষেত্রের কর্মী, বেতন আপনার থেকে ৮০ শতাংশ কম কিন্তু পরিশ্রম ও ঝুকি আপনার থেকে ২০০ শতাংশ বেশি, যে কোনো পেশার মানুষদের সম্মান রয়েছে, জনপ্রিয় বা সিনেমাওয়ালা মানেই সে মহামানব কেউ নয়, এইটা বোধ করি বুঝে নিতে হবে সবাইকে।
advertisement
কী ছিল সুদীপার পোস্ট? তিনি লেখেন, আমি শুধু জানতে চাই Swiggy'র একজন delivery boy'ও ফোন না করে, কেন গন্তব্যে পৌঁছতে পারেনা? আর ফোন করে কেন বলেন-"আমি আসছি, আপনি গেটটা খুলুন? আমি কি দারোয়ান, যে গেট খুলবো? এই নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি পোস্টটি ডিলিট করে দেন৷ তবে ততক্ষণে সেই পোস্ট ছড়িয়ে পড়ে এবং নেট মাধ্যমে শুরু হয় জোড় চর্চা৷