সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইডেনের গ্যালারি থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সুদীপা৷ যেখানে দেব থেকে নুসরত একাধিক তারকার সঙ্গে দেখা গিয়েছে তাকে৷ মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছেলে অগ্নিদেবের ছবিও শেয়ার করেছেন৷ যার ক্যাপশনে লেখা ছিল-দাদার সঙ্গে অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ এছাড়া প্রতিটি ছবির সঙ্গে মজাদার ক্যাপশন দিয়েছিলেন সুদীপা৷ ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে৷
advertisement
ইডেনের গ্যালারি থেকে সুদীপার ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ তবে অনেকেই কটাক্ষ করে লিখেছেন- ‘স্বামী অসুস্থ, আর আপনারা মা ও ছেলে মিলে খেলা দেখছেন৷’ অন্যজন লিখেছেন-‘অগ্নিদেববাবু অসুস্থ, এর মধ্যে যাওয়াটা কি খুব দরকার ছিল৷’ তবে এই ট্রোলিংয়ে চুপ থাকেননি সুদীপা৷ তিনিও পাল্টা জবাবে বলেছেন, ‘আমার ছেলেটা বড্ড ছোট, শেষ কিছুমাস ধরে স্কুল, আর হাসপাতাল ছাড়া আর কোথাও যায়নি৷ দুর্গাপুজোর বিসর্জনের দিন ইডেনের সামনে দিয়ে যেতে যেতে বেচারা খুব উত্তেজিত হয়ে আমায় বলেছিল মা আমাকে একদিন নিয়ে আসবে? তাই আমন্ত্রণ পেয়ে আর বসে থাকতে পারিনি৷’
আরও পড়ুন-‘শয্যাসঙ্গী’ থেকে ব্যর্থ প্রেমিক! বলিউডের চিরকুমার সলমনের প্রেমিকার সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- ‘পরের বছরেই বিয়ে’, Big Secret ফাঁস করলেন বঙ্গতনয়া ত্রিধা, পাত্র কে জানেন?
সময়টা মোটেই ভাল যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়ের৷ এক তো দুর্গাপুজোর অষ্টমীর রাতেই প্রিয় সদস্যকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ বর্তমানে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুদীপাকে৷ বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অগ্নিদেব চট্টোপাধ্যায়কে৷ স্বামীর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী৷ সকলের প্রার্থনায় ও চিকিৎসকের জন্যই সুস্থ হয়ে উঠেছেন সুদীপার স্বামী৷ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই আচমকা অসুস্থ হয়ে হয়ে পড়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন সুদীপার স্বামী ।