অভিনেতা এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে অভিনয় করছেন। তাঁর অনস্ক্রিন চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে৷ কিন্তু এরই মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। সুদীপ ও তাঁর নৃত্যশিল্পী স্ত্রী পৃথা চক্রবর্তীর ডিভোর্স হচ্ছে, এটা শনিবার রাতেই জানান পৃথা নিজেই৷ কিন্তু সবটাই নাকি মজার মজা! রবিবারই সকালে একটি ভিডিও পোস্ট করে সুদীপ জানিয়ে দেন তাঁদের কোনও সমস্যা নেই৷ পুরো ঘটনাটা নাকি পৃথা মজা করেছেন!
advertisement
এতে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই প্রশ্ন তুলছেন ডিভোর্স কী মজার বিষয়? এটা নিয়ে কী এভাবে একজন পরিচিত দম্পতি মজা করতে পারেন? সোমবার ফের আরেকটা পোস্ট। এবার সুদীপ নিজেই। ‘চিরসখা’-র স্বতন্ত্র জানাচ্ছেন, ডিভোর্সটাই সত্যি।
অভিনেতা লেখেন, ‘পৃথা আর আমি আলাদা হয়ে গিয়েছি, এটা সত্যি। কিন্তু ভীষণই ব্যক্তিগত বিষয়। তাই সোশাল মিডিয়ায় ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি। তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের পৃথার বিরুদ্ধে কুকথা বলে চলেছেন। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা। আর আমরা একে-অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি। এটা আমাদের ব্যক্তিগত বিষয়।’