TRENDING:

মহালয়ার সকালে শুভশ্রীর মহামায়ার রূপ !

Last Updated:

সিনেমার বড়পর্দা থেকে এবার টেলিভিশনের পর্দায় ৷ একদিকে পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী হয়ে সংসার সামলে নেওয়া, অন্যদিকে সিনেমায় কামব্যাক করে পরিণীতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সিনেমার বড়পর্দা থেকে এবার টেলিভিশনের পর্দায় ৷ একদিকে পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী হয়ে সংসার সামলে নেওয়া, অন্যদিকে সিনেমায় কামব্যাক করে পরিণীতা ! মাল্টিটাস্কিং তো একেবারে জলভাত শুভশ্রীর কাছে ৷ ঠিক যেন দশভূজা ! দশ হাতে দশ কাজ ৷
advertisement

তবে এবার শুধু কথা বা কাজে নয় ! বরং মহালয়ার সকালে টেলিভিশনের amপর্দায় মহামায়া রূপেই ধরা দিতে চলেছেন শুভশ্রী ৷

এবারের মহালয়ার অনুষ্ঠানে জি বাংলার মহিষাসূর মর্দিনী অনুষ্ঠানে মহামায়ের রূপেই দেখা যাবে শুভশ্রী ৷ তবে এখানেই শুধু চমক নয় ৷ এই অনুষ্ঠানের নতুন চমক হল বারো মাসে বারো দেবী ! বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, গোটা বছর ধরেই পূজিত হয় মা দুর্গা ৷ তবে তাঁর ১২ টি রূপ ধরা দেয় ভক্তদের কাছে ৷ সেই ১২ টি রূপ নিয়েই এবারের বিশেষ অনুষ্ঠান ৷

advertisement

মাস ভেদে কী সেই রূপ?

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

জৌষ্ঠ মাসে ফরহারিণী, শ্রাবণ মাসে সাকম্বরি, ভাদ্র মাসে পার্বতী, আশ্বিন মাসে দুর্গা, কার্তিক মাসে জগধাত্রী, মাঘ মাসে রনতি কালী, চৈত্র মাসে বাসন্তি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহালয়ার সকালে শুভশ্রীর মহামায়ার রূপ !