এখন কলকাতার বাসিন্দা হলেও শুভশ্রীর ছোটবেলাটা বর্ধমানেই কেটেছে ৷ শোনা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বিয়ের আসর বসলেও, আত্মীয়-পরিজন থেকে শুরু করে ছোটবেলার বন্ধু-বান্ধবদের জন্য একটি রিশেপসন পার্টি হবে বর্ধমানেই ৷ সেই জন্যই জোরকদমে চলছে প্রস্তুতি ৷
শুভশ্রীর সেই পোস্ট ৷
কেনাকাটাও শুরু করে দিয়েছেন জুটি ৷ এর মধ্যেই ইনস্টাগ্রামে মজার পোস্ট দেওয়া শুরু করেছেন রাজ ও শুভশ্রী ৷ গতকাল রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ যেখানে এই ‘লাভ বার্ডস’কে একটি বিশেষ মুহূর্তে দেখা যাচ্ছে ৷ আর সেই ছবির ক্যাপশন আরও মজার ৷ শুভশ্রী লিখেছেন, ‘‘আমার স্বামীর রয়েছে অসাধারণ স্ত্রী ৷’’
রাজ চক্রবর্তীর পোস্ট ৷
একই সঙ্গে রাজও একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে মা লীলা চক্রবর্তী এবং শুভশ্রীর সঙ্গে দেখা যাচ্ছে রাজকে ৷ এই ছবির নীচে রাজের ক্যাপশন, ‘‘আমার জীবনের গুরুত্বপূর্ণ দুই মহিলা ৷’’ মজার ব্যাপারটি হল- এই ছবিটি দেখতে দেখতেই শুভশ্রীর পোস্ট করা ছবিটি নিজে হাতে তুলে দিয়েছেন রাজই ৷