বর্তমান পরিস্থিতিতে মানুষ সব কিছু ভুলে গিয়ে ছুটে বেড়াচ্ছেন নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে। কিন্তু সকলে ভুলে যেতে চলেছেন, তাঁর চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাদের। এমন কিছু ঘটনা রয়েছে, যা সকলকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু ব্যস্ত শহরের কোলাহলে কিছুই পৌঁছচ্ছে না তাঁদের কানে। সেই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে দর্শককে ফের স্মরণ করাতেই এই ছবি।
advertisement
‘শহরের উপকথা’ বলতে চায়, পোকামাকড়ের মতো নয়, বেঁচে থাকতে গেলে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য সব কিছুকে সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হবে। তাই নিজের হৃত সত্তাকে খুঁজে পাওয়ার গল্প বলে এই ছবি।
নির্মাতাদের দাবি, ইতিহাসের পাতা থেকে তৈরি এই ছবি আজকের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ঐতিহ্যের অর্থ ভাবতে বাধ্য করবে। এই ছবিটি প্রযোজনা করেছেন শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2021 5:08 PM IST