লাল রঙের ট্রান্সপারেন্ট শাড়ি, তার সঙ্গে ম্যাচিং লো লেক স্লিভলেস ব্লাউজ পরে নজর কেড়েছেন নায়িকাশুভশ্রী ৷ ট্রান্সপারেন্ট শাড়িতে লাস্যময়ীকে দেখে পাগল হয়েছেন ভক্তরা৷ অভিনেত্রীর চোখের ইশারায় প্রেমে পড়তে বাধ্য হবেন আপনি৷ ডিজাইনার শাড়ির সঙ্গে বড় ঝোলা কানের দুল পরেছেন নায়িকা৷ তবে গলা ও হাত পুরোটাই ফাকা ৷ লাল রঙের শাড়ির সঙ্গে এই লুকটা আরও বেশি গর্জিয়াস করে তুলেছে শুভশ্রীকে, দেখে নিন ভিডিওটি,
advertisement
আরও পড়ুন-কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
আরও পড়ুন-সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক
বং বিউটির অ্যাটিটিউটে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ চোখের আদায় ঘুম উড়েছে অনুরাগীদের৷ লাইকও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ রিল ভিডিওতে মোহময়ীর রূপের ছটায় কুপোকাত হয়েছেন ভক্তরা৷ কখনও শাড়ি কিংবা কখনও ওয়েস্টার্ন, সব পোশাকেই একদম পারফেক্ট শুভশ্রী। ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি নায়িকার। শরীরের বাড়তি ওজন নিয়ে বারবার ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী৷ বর্তমানে ফ্যাশন স্টেটমেন্টে যেমন তাক লাগাচ্ছেন পাশাপাশি ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ভক্তদের চমকে দিয়েছেন রাজ ঘরনি। তবে ট্রোলিং নিয়ে দুঃখ পান না অভিনেত্রী বরং জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করেন শুভশ্রী। 'ইন্দুবালা' হয়ে ওয়েব প্ল্যাটফর্মে ফিরেছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রে দেখা গেছে। প্রথম লুকেই যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।