এক জাতীয় প্রতিবেদনে বলা হয়েছে, ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে দড়িতে জড়িয়ে পড়েছিলেন সুরেশ। পুলিশ মামলা দায়ের করেছে ইতিমাধ্যেই। খবরে বলা হয়েছে, মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৫৪। তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ! পাত্রী কে? রইল ছবি
advertisement
অপর এক প্রতিবেদন অনুসারে, সুরেশ একটা দড়িতে বাঁধা ছিলেন, তাঁকে একটা অস্থায়ী ব্রিজের উপরে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দৌড়তে হবে। সুরেশ যখন লাফ দেন, তখন দড়ি ছিঁড়ে যায় এবং তিনি ২০ ফুট নীচে পড়ে যান। তাঁকে দ্রুত চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : উস্তাদ আলি আকবর খানের শতবর্ষ, সুরের মূর্চ্ছনায় স্বরসম্রাট উৎসব উদযাপন কলকাতায়
প্রসঙ্গত, ২০২০-এর ফেব্রুয়ারিতে কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে একটি ক্রেন পড়ে গিয়ে তিনজন প্রযুক্তিবিদ পিষ্ট হয়ে মৃত হন। ঘটনার পর শুটিং বন্ধ হয়ে যায় এবং দুই বছর পর এই সেপ্টেম্বরে আবার শুরু হয়। কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে দুর্ঘটনার পরে, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্কর এবং লাইকা প্রোডাকশন মৃতদের পরিবারকে প্রতি ১ কোটি টাকা দিয়েছিলেন।
