সলমনের এই ফার্ম হাউজ কোনও একটা ছোট গ্রাম থেকে কম নয় ৷ ফার্ম হাউজের ভিতরেই চাষের ক্ষেত, বড়সড় সবজির বাগান ৷ এমনকী, আলাদা আলাদা করে রয়েছে মরসুমি ফলের বাগানও ৷ সঙ্গে পুকুর ভরা মাছ, পোলট্রি ফার্ম ৷ ঘোড়াও চলে সলমনের ফার্ম হাউজের ময়দানে ৷
এতো গেল সলমনের ফার্ম হাউজের বাইরের গল্প৷ তবে এই ফার্ম হাউজে যেখানে সলমন রয়েছেন, তা কিন্তু কোনও ফাইভ স্টার হোটেল থেকে কম নয় ৷ ঢুকতেই রয়েছে বড়সড় সুইমিং পুল ৷ আর তারপরেই কাচ ঘেরা বড় মাপের এক বৈঠকখানা ৷ সলমনের এই ফার্ম হাউজে রয়েছে দারুণ একটা জিমখানা ৷ এখানেই সবচেয়ে বেশি সময় কাটান সলমন ৷
advertisement
ছবিতে দেখা গেছে লুলিয়া, জ্যাকলিনদের নিয়ে এই ফার্ম হাউজে দারুণ হ্যাপি রয়েছেন সলমন ৷ খাচ্ছেন, দাচ্ছেন, আড্ডা দিচ্ছেন জমিয়ে ৷
দেখুনে সলমনের ফার্ম হাউজের সব ছবি----
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2020 4:17 PM IST
