News18 Bangla থেকে সিরিয়ালের চরিত্র সুস্মিত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, "শেষদিন আগামী সপ্তাহেই কোনও একদিন। কেন এত তাড়াতাড়ি শেষ হচ্ছে তা চ্যানেল এবং প্রযোজক সংস্থা বলতে পারবে।” এরপর প্রশ্ন করা হয়, আগামি কোনও মেগাসিরিয়ালের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা তিনি। তাঁর উত্তরে সুস্মিত জানান, "সদ্য এই মাধবীলতা শেষ হওয়ার খবর সামনে এসেছে। এমনিতে ফোন, কথা চলছে... এমনিতে সিনেমা বা ওয়েবের দিকে চেষ্টা করছি। আপাতত ভাবিনি, একটু নিজেকে সময় দেব, ঘুরব, তারপর আবার ভাবব এইসব নিয়ে।"
advertisement
জঙ্গলের রক্ষক মাধবীলতার চরিত্রে দেখা গিয়েছে শ্রাবণীকে ৷ শ্রাবণী যে অত্যন্ত দক্ষ অভিনেত্রী, তা এই সিরিয়ালের বেশ কিছু ঝলক দেখলেই বোঝা যাচ্ছে ৷ অনেক অল্প বয়সেই অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন রাখি খ্যাত এই অভিনেত্রী ৷ তিনি News18 Bangla-কে জানিয়েছিলেন, "এই চরিত্রটা তাঁর কাছে স্বপ্নের মতো ৷ ছোটবেলার থেকেই গাছ ভালবাসেন তিনি ৷ বাড়িতে গাছের পরিচর্যা করেন নিয়মিত ৷ আর তাঁকে দেখতে খুব শান্ত বলে মনে হলেও তিনি কিন্তু গাছে চড়া থেকে শুরু করে আরও নানারকম কঠিন কাজ অনায়াসে করতে পারেন ৷"
আরও পড়ুন : গোয়ার নীল সমুদ্রসৈকতে বিকিনি নয়, শাড়িতে ধরা দিলেন ঋতাভরী, কারণ জানলে চমকে উঠবেন
পরিচালক স্নেহাশিস চক্রবর্তী প্রায় দু’মাস ধরে পুরুলিয়ার বেশ কিছু অসাধারণ জায়গায় শ্যুটিং করেছেন এই ধারাবাহিকের ৷ বেশ আশাবাদী ছিলেন তিনি। তবে কেন এত কম সময়ে ধারাবাহিক বন্ধ হচ্ছে?
আরও পড়ুন : কোনও কিছু অপছন্দ হলেই রেগে যাই, এটাই আমি: লোপামুদ্রা
ধারাবাহিকের প্রোমো দেখে যতটা চ্যালেঞ্জিং লেগেছিল দর্শকদের, সিরিয়াল ততটা মনের মতো হয়নি দর্শকের জন্য। প্রতি সপ্তাহে টিআরপি প্রতিযোগিতায় এক প্রকার পিছিয়েই পড়েছিল ‘মাধবীলতা।’ তাহলে কি কম টিআরপির জন্যই ঝপ করে বন্ধ হয়ে যাচ্ছে এই নতুন সিরিয়ালটি? পরিস্কার কারণ জানা যায়নি এখনও। এই সিরিয়ালের বদলে কোন সিরিয়াল আসছে, তা ক্রমশ প্রকাশ্য়।