পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বড়িষাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে উদ্যোক্তা ক্লাবের কয়েকজন সদস্যদের হাতে নিগ্রহের শিকার হতে হল একটি ডান্স গ্রুপের কয়েকজন যুবতীকে। ছাড় পাননি ডান্স ট্রুপের যুবকরাও।
আরও পড়ুন: উত্তরবঙ্গে সুপারস্টার দেব! তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে অভিনেতা, লাখ লাখ ভক্তের উন্মাদনা তুঙ্গে
advertisement
জানা যায়, ‘ফিরে আসি আবার দেখা হবে’ ক্লাবের উদ্যোগে দোল উৎসবকে কেন্দ্র করে নাচের অনুষ্ঠানকে ডাকা হয়। অভিযোগ, কিন্তু স্টেজে উঠে যুবতীদের অশ্লীল নাচ করতে হবে নিদান দেন ক্লাব কতৃপক্ষ। সেই দাবিতে রাজি না হওয়ায় ওই ডান্স ট্রুপের যুবতী ও যুবকদের বেধড়ক মারধর শুরু হয়।
ঘটনায় ওই ট্রুপের ৩ জন যুবতী-সহ ২ যুবক গুরুতর আহত হন। বুধবার পিংলা থানাতে ওই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ট্রুপ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে দুই সদস্যকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করে পিংলা থানার পুলিশ।
মহিলাদের নিগ্রহের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিল্পী মহলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন কলকাতার নামজাদা শিল্পীরা।
Ranjan chanda