বিশ্বমঞ্চে সমাদৃত একাধিকবার রাজামৌলির 'আরআরআর'। মুক্তির এক বছরের মধ্যেই ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার এসেছে এই ছবির ঝুলিতে। মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি। স্যাটার্ন অ্যাওয়ার্ড, হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মানিত এই ছবি।
আন্তর্জাতিক স্তরে ১০০টিরও বেশি নমিনেশন পেয়েছে ছবিটি। এমনকী অস্কারেও সেরা সঙ্গীত বিভাগে মনোনীত 'আরআরআর'। 'অ্যালায়েন্স ওম্যান ফিল্ম জার্নালিস্টস'-এর পক্ষ থেকে এই ছবিটি পুরস্কার পায়। জানুয়ারিতে ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডার পক্ষ থেকেও 'আরআরআর'-কে সেরা আন্তর্জাতিক ছবির শিরোপা দেওয়া হয়। ১২ ডিসেম্বর লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকেও 'নাটু নাটু' গানের জন্য পুরস্কার দেওয়া হয় এম এম কিরাবাণীকে। আরও একাধিক পুরস্কার পেয়েছে এই ছবি।
আরও পড়ুন: 'আরআরআর' এর জয়ে আপ্লুত! 'নাটু নাটু'র হুকস্টেপে পা মেলালেন রাজামৌলি ও কিরাবাণী
দিন কয়েক আগে গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার পেয়েছে জনপ্রিয় ওই গান। প্রথমবার এশিয়ান গান 'নাটু নাটু', যা এই পুরস্কার পেয়েছে। সেবারও রিহানার মতো সঙ্গীতজগতের তারকাকে হারিয়েছিলেন রাজামৌলির ছবির গান। ফের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে রিহানা এবং লেডি গাগার মতো বিশ্ব বিখ্যাতদের হারিয়ে সেরা হল কিরাবাণীর সুর দেওয়া 'নাটু নাটু'।
পুরস্কার নেওয়ার সময়ে রাজামৌলি তাঁর মা এবং স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, তাঁর কথায়, ''আমার মা প্রথাগত শিক্ষায় বিশ্বাসী নন, স্কুলের পড়াশোনার ধরন নিয়ে তাঁর আপত্তি ছিল। তাই ছোট থেকেই আমাকে কমিকস বই, গল্পের বউ পড়ার উৎসাহিত করেছেন। সম্ভবত সে কারণেই আমার মনে কল্পনাশক্তি জোরালো হয়েছে।'' এর পর নিজের স্ত্রী, ডিজাইনার রামা রাজামৌলির উল্লেখ করে তিনি বলেন, ''আমার জীবনের ডিজাইনার আমার স্ত্রী।''