TRENDING:

RRR: অস্কারের আগে ফের আন্তর্জাতিক পুরস্কার RRR-এর, মঞ্চে রাজামৌলির ভাষণে, ‘আমার ভারত মহান’

Last Updated:

RRR: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ঠিক তিন মাসে আগে এই গানটি ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্যালেসে শ্যুট হয়েছিল। ১৫ দিন ধরে এই ছবির শ্যুটিং হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: ফের দেশের গর্বের কারণ ‘আরআরআর’। এসএস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি নিয়ে উন্মাদনা কাঁটাতারের বেড়া পেরিয়েছে বহুবার। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবির জয়জয়কার অব্যাহত। অস্কার ২০২৩-এ মনোনীত এই ছবি এবার আরও একটি আন্তর্জাতিক মঞ্চ থেকে চারটি পুরস্কার গ্রহণ করল।
এস এস রাজামৌলির 'আরআরআর'
এস এস রাজামৌলির 'আরআরআর'
advertisement

অস্কারের জন্য মনোনীত হয়েছে ছবির গান ‘নাটু নাটু’। ইতিমধ্যেই এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি। বিশ্বমঞ্চে আবারও সম্মানিত ‘আরআরআর’। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের ৪টি বিভাগে জয়ী হয়েছে। ‘সেরা আন্তর্জাতিক ছবি’, ‘সেরা অ্যাকশন ছবি’, ‘সেরা মৌলিক গান’ (‘নাটু নাটু’ গানের জন্য) এবং ‘সেরা স্টান্টস’।

advertisement

আরও পড়ুন: আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটু নাটু' গান 

‘সেরা স্টান্টস’ বিভাগের পুরস্কার গ্রহণের সময়ে মঞ্চে উঠে রাজামৌলি এই পুরস্কার উৎসর্গ করলেন নিজের দেশকে। পরিচালক বললেন, ‘আমার ভারত মহান’।

আরও পড়ুন: পাশবিক চেহারা বানালেন রোম্যান্টিক হিরো, টিজার লঞ্চে ঘটা! ‘পাঠান’কে টক্কর ধ্রুবর?

advertisement

এবার পাখির চোখ অস্কারে। আগামী মার্চ মাসের ১৩ তারিখ অস্কারের ফল ঘোষণা। অপেক্ষা গোটা দেশের। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার গ্রহণ করার পর অস্কার নিয়ে মুখ খুলেছেন রামচরণ।

তাঁর কথায়, ‘‘যদি সত্যিই আমাদের ছবির গান অস্কার পায়, তাহলে সম্ভবত আমাকে ডেকে তুলতে হবে। বলতে হবে যে, যাও পুরস্কারটা নিয়ে এসো। কারণ আমার বিশ্বাস হবে না। কী যে খুশি হব, বলে বোঝাতে পারছি না। যদি সত্যি হয়, তবে এই জয় কেবল আমাদের ছবির নয়, গোটা ভারতবর্ষের ইন্ডাস্ট্রির জয়। একা কেউ এর কৃতিত্ব নিতে পারব না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ঠিক তিন মাসে আগে এই গানটি ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্যালেসে শ্যুট হয়েছিল। রামচরণ বললেন, ‘’১৫ দিন ধরে এই ছবির শ্যুটিং করেছি। ইউক্রেন বড়ই সুন্দর জায়গা। আমি চেয়েছিলাম, ছবির কাজ শেষ হয়ে গেলে আর একবার ইউক্রেন থেকে ঘুরে আসব।’’ কিন্তু তা সম্ভব হয়নি যুদ্ধের কারণে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR: অস্কারের আগে ফের আন্তর্জাতিক পুরস্কার RRR-এর, মঞ্চে রাজামৌলির ভাষণে, ‘আমার ভারত মহান’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল