অস্কারের জন্য মনোনীত হয়েছে ছবির গান ‘নাটু নাটু’। ইতিমধ্যেই এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি। বিশ্বমঞ্চে আবারও সম্মানিত ‘আরআরআর’। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের ৪টি বিভাগে জয়ী হয়েছে। ‘সেরা আন্তর্জাতিক ছবি’, ‘সেরা অ্যাকশন ছবি’, ‘সেরা মৌলিক গান’ (‘নাটু নাটু’ গানের জন্য) এবং ‘সেরা স্টান্টস’।
advertisement
আরও পড়ুন: আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটু নাটু' গান
‘সেরা স্টান্টস’ বিভাগের পুরস্কার গ্রহণের সময়ে মঞ্চে উঠে রাজামৌলি এই পুরস্কার উৎসর্গ করলেন নিজের দেশকে। পরিচালক বললেন, ‘আমার ভারত মহান’।
আরও পড়ুন: পাশবিক চেহারা বানালেন রোম্যান্টিক হিরো, টিজার লঞ্চে ঘটা! ‘পাঠান’কে টক্কর ধ্রুবর?
এবার পাখির চোখ অস্কারে। আগামী মার্চ মাসের ১৩ তারিখ অস্কারের ফল ঘোষণা। অপেক্ষা গোটা দেশের। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার গ্রহণ করার পর অস্কার নিয়ে মুখ খুলেছেন রামচরণ।
তাঁর কথায়, ‘‘যদি সত্যিই আমাদের ছবির গান অস্কার পায়, তাহলে সম্ভবত আমাকে ডেকে তুলতে হবে। বলতে হবে যে, যাও পুরস্কারটা নিয়ে এসো। কারণ আমার বিশ্বাস হবে না। কী যে খুশি হব, বলে বোঝাতে পারছি না। যদি সত্যি হয়, তবে এই জয় কেবল আমাদের ছবির নয়, গোটা ভারতবর্ষের ইন্ডাস্ট্রির জয়। একা কেউ এর কৃতিত্ব নিতে পারব না।’’
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ঠিক তিন মাসে আগে এই গানটি ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্যালেসে শ্যুট হয়েছিল। রামচরণ বললেন, ‘’১৫ দিন ধরে এই ছবির শ্যুটিং করেছি। ইউক্রেন বড়ই সুন্দর জায়গা। আমি চেয়েছিলাম, ছবির কাজ শেষ হয়ে গেলে আর একবার ইউক্রেন থেকে ঘুরে আসব।’’ কিন্তু তা সম্ভব হয়নি যুদ্ধের কারণে।