যাঁরা অভিনেত্রীকে পর্দায় দেখেছেন তাঁরা জানেন বাংলা উচ্চারণ তেমন পরিষ্কার নয় সৃজলা ওরফে মন ফাগুনের পিহুর। সৃজলার লেখা কবিতাগুলোও কিন্তু ইংরিজিতেই। বইয়ের নাম ‘ফরএভার জানুয়ারি’ (Forever January)। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর লেখা প্রথম কবিতার বই।
আরও পড়ুন-বর্ষার বিদায় পর্ব শুরু হল দেশে, পুজোয় কি বর্ষা থাকছে বাংলায় ?
advertisement
গত ১৭ সেপ্টেম্বর অক্সফোর্ড বুক স্টোরে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির মূখ্য চরিত্রাভিনেতা শন বন্দ্যোপাধ্যায়-সহ অন্য কলাকুশলীরা। সৃজলার যে এমন গুণ আছে তা তাঁরা সকলেই জানতেন। কারণ শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই কবিতা লিখতে বসতেন সৃজলা। আর অভিনেত্রীও জানিয়েছেন সহ-অভিনেতাদের কাছ থেকে ভালবাসা আর অনুপ্রেরণা পেয়েই বইখানা ছাপিয়ে ফেলেছেন তিনি।
তবে কবিতা লেখার এই বাসনা হঠাৎ নয় সৃজলার জীবনে। একেবারে ছোট থেকেই তিনি লেখালিখি করতে ভালবাসেন। আর এ বিষয়ে ছোট থেকেই উৎসাহ দিয়ে এসেছেন তাঁরা বাবা, মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৃজলা জানিয়েছেন, ‘‘প্রায় সাড়ে তিনশো কবিতার মধ্যে থেকে ৫০টি বেছে নিয়ে এই বই। নিজের জন্যই লিখতাম এতদিন, ভাবিনি বই প্রকাশ করব। মন ফাগুন-এর সেটে কবিতাগুলো সকলকে পড়ে শোনাতাম। সকলের উৎসাহেই প্রকাশ করে ফেললাম।’’
আরও পড়ুন- শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চাপের কৌশল বিজেপির
নায়িকার লেখা কবিতায় উঠে এসেছে মানুষের মুখ। সৃজলা নিজেই জানিয়েছেন, যাঁদের সঙ্গেই জীবনে দেখা হয়েছে, তাঁদের কথাই লেখা হয়েছে তাঁর নিজস্ব অনুভবে। তাঁর কবিতাতেই তিনি বলেছেন, ‘‘হয় তো আমি অনেক ভাল ভাল কথা বলতে পারি না তোমার সম্পর্কে, কিন্তু ছন্দোবদ্ধ দু’টি পংক্তিই বুঝিয়ে দেবে আমার অন্তরের কথা।’’ সম্পর্ক ভাঙা নিয়েও কথা বলেন নায়িকা। তাঁর কাছে সম্পর্কের ভাঙন কোনও অনুশোচনা নিয়ে আসেনি। বরং জীবনের যাত্রা পথে তা রেখে গিয়েছে গভীর অনুভব- এমনই মনে করেন সৃজলা।
সৃজলার বই নিয়ে অবশ্য বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে সমাজ মাধ্যমে। কিন্তু আপাতত কোনও কিছুতেই কান দিতে নারাজ অভিনেত্রী।