নিউজ18 বাংলায় সৃজিত-রাজ-চঞ্চলের আড্ডা, খুনসুটি ধরা পড়ল। 'হাওয়া' দেখেননি সৃজিত। কিন্তু 'হাওয়া' নামক এক সাইক্লোনের যে আবির্ভাব হয়েছে কলকাতায়, তা নিয়ে অনেকদিন ধরেই অবগত তিনি। কলকাতার বাইরে থাকাকালীনই সে খবর পেয়েছিলেন। পাশাপাশি চঞ্চলের অভিনয়ে মুগ্ধতা প্রকাশে কার্পণ্য করেননি টলিউডের প্রথম সারির পরিচালক। আর সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ছবিতে চঞ্চলকে দেখা যাবে কবে?
advertisement
আরও পড়ুন: সৃজিত-রাজের সঙ্গে ওপারের চঞ্চল! ফিল্মোৎসবে দুই বাংলা একাকার
এক মুহূর্ত অপেক্ষা না করে সৃজিতের সটান জবাব, "খুব শিগগিরই দেখা যাবে। একটু ধৈর্য ধরতে হবে।" সৃজিতের পাশে ছিলেন রাজ। মস্করা তিনি এর সঙ্গে যোগ করেন, "কেবলমাত্র এগ্রিমেন্টটা (সই) বাকি। ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আর অ্যামাউন্ট (পারিশ্রমিক) নিয়ে আলোচনা চলছে।" রাজের মস্করায় হেসে উঠলেন বাকি শিল্পীরা।
আরও পড়ুন: 'অমিতাভ বচ্চন: আ লিভিং লেজেন্ড' প্রদর্শনীর উদ্বোধন জয়ার, ছবিতে উদযাপন প্রসেনজিতের
চঞ্চলে মুগ্ধ সৃজিত এর আগে একাধিক বার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। চঞ্চল চৌধুরীর প্রশংসা করে সৃজিত লিখেছিলেন, 'চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য।' আর সেই পোস্টের মন্তব্য বাক্সে চঞ্চলের লেখা, 'এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালবাসা দাদা।'
এদিকে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, চঞ্চলকে নিয়ে ছবি বানাবেন সৃজিত, যার চিত্রনাট্য আবর্তিত হবে পরিচালক মৃণাল সেনকে ঘিরে। ছবির নাম সম্ভবত, 'পদাতিক'। 'মনের মানুষ'-এর পর আবার এপার বাংলার বড়পর্দায় ফিরবেন চঞ্চল? সৌজন্যে সৃজিত? সময়ের অপেক্ষায় সকলে।