তবে, শ্রী-র মৃত্যু নিয়ে ছিল নানা মুণির নানা মত। ঘনিয়েছিল বহু জল্পনা-কল্পনা, রহস্যর মেঘ। সেইসময় বহু তারকাই সোশাল মিডিয়ায় এর তীব্র বিরোধিতা করেন। কিন্তু আজ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বা 'মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স'-এর পক্ষ থেকে জানানো হয়, শ্রীদেবীর মৃত্যুর মধ্যে রহস্যজনক কিছু নেই।
পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়-এর মুখপাত্র রভীশ কুমার মিডিয়াকে জানান, "আমি যতদূর জানি, ইউএই সরকারের পক্ষ থেকে আমাদের কাছে প্রশাসনিক নথিপত্র আসে এবং সেগুলোর উপর ভিত্তি করে শ্রীদেবীর শবদেহ ভারতে নিয়ে আসা হয়। যদি এই মৃত্যুর মধ্যে রহস্যজনক কিছু থাকত, তাহলে তা এতদিনে নিশ্চয়ই আমাদের সামনে আসত।"
advertisement
মৃত্যুর তিনদিন পর ২৮ তারিখ কফিনে বন্দি শ্রীদেবীর শবদেহ নিয়ে মুম্বইয়ে ফেরে কাপুর পরিবার ৷ ছিলেন বনি কাপুর, সঞ্জয় কাপুর, অনীল কাপুর, অর্জুন কাপুর, রিনা মারওয়া ও সন্দীপ মারওয়া। ২৯ তারিখ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হয় শ্রীদেবীর শেষকৃত্য।