গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইন্স ডে’-র দিন আইনি মতে বিয়ে করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। দেখতে- দেখতে বিয়ের একবছর পার। প্রেম থেকে বিয়ে পর্যন্ত, নানা কটাক্ষ শুনতে হয়েছে শ্রীময়ীকে। এই এক বছর ট্রোলাররা তাড়া করে বেরিয়েছে শ্রীময়ীকে। কিন্তু সে-সবে বিন্দুমাত্র মাথা ঘামান না শ্রীময়ী! তাঁর পাল্টা জবাব, ”আমি বিয়ের অ্যালবাম দিয়েছি। ১০.৫ মিলিয়ন ভিউ। ট্রোলারদের উদ্দেশে আমার বলার, আপনারা ট্রোল করে যান। তার কারণ, আমার মনে হচ্ছে, আমার ছবির ভিডিও বিক্রি করে আপনার কাছে কিছু পয়াসা আসছে, কিছু মানুষের রুজি-রুটি হচ্ছে! ঈশ্বর তো আমায় এটাই সুযোগ দিয়েছেন, কিছু মানুষের মুখে অন্ন তুলে দিতে পারছি।”
advertisement
গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইন্স ডে’-র দিন আইনি মতে বিয়ে করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। দেখতে- দেখতে বিয়ের একবছর পার। ২০২৪-এর দীপাবলিতে কাঞ্চন-শ্রীময়ীর কোল আলো করে আসে ছোট্ট ফুটফুটে কন্যাসন্তান। মেয়ের জন্মের পরই অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। তাঁরা কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। যদিও অন্তঃসত্ত্বা অবস্থার কথা কাউকে ঘুণাক্ষরেও জানতে দেননি কাঞ্চন-শ্রীময়ী। গোটাটাই আড়ালে রাখেন তাঁরা।