TRENDING:

জীবনে ঝড়, তারই মধ্যে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করলেন শ্রাবন্তী

Last Updated:

শ্রাবন্তীকে নিয়ে চারিদিকে শোরগোল। তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবন্তীকে নিয়ে চারিদিকে শোরগোল। তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে তাঁর। পুজোর আগে থেকেই নাকি আর এক সঙ্গে থাকছেন না রোশন এবং শ্রাবন্তী। নানা রকমের কারণ সামনে আসছে এই বিচ্ছেদের জন্য। তারই মাঝে শ্রাবন্তীর নতুন ব্যবসার কথাও এসেছে সামনে। তিনি নাকি জিম খুলেছেন মধ্যমগ্রামের একটি শপিং মলে।
advertisement

ব্যক্তিগত জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন নিজের কাজে এবং লক্ষ্যে যে তিনি অবিচল তা বোধহয় বোঝাই যাচ্ছে। এরই মাঝে নিজের প্রথম ওয়েব সিরিজের জন্যও আজ থেকেই শ্যুটিং শুরু করে দিলেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে রয়েছেন সোহম। এটা দুজেনেরই  প্রথম ওয়েব সিরিজ।

advertisement

প্রথমে সিরিজের নাম দেওয়া হয়েছিল 'ইন্টিউশন'। পরে বদলে রাখা হয়ে 'দুজনে'। অহনা এবং অমরের চরিত্রে শ্রাবন্তী-সোহম। একটি স্ক্যান্ডেলের কারণে এক দম্পতির জীবনে কি ভাবে নেমে আসে ভয়ঙ্কর কিছু ঘটনা তারই গল্প বলবে থ্রিলারে ঠাসা এই সিরিজ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রাবন্তী আর সোহমের জুটি বক্স অফিসে লাভের মুখ দেখিয়েছে বহুবার। সেই জুটিকেই এইবারে ওটিটি প্লাটফর্মে নিয়ে আসা হল। মনে করা হচ্ছে এই সিরিজে পুরোনো রসায়নের সব রসদই পূর্ণ করবে শ্রাবন্তী-সোহম জুটি।আগামী বছর হৈচৈ তে দেখা যাবে এই সিরিজ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জীবনে ঝড়, তারই মধ্যে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করলেন শ্রাবন্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল