তবে এবার শ্রাবন্তী সাজলেন বউ ৷ একেবারে লাল বেনারসি, সুন্দর গয়না, মাথায় ফুল ৷ একেবারে টুকটুকে বউ ! জানি না, শ্রাবন্তীর বর রোশন তাঁকে ফের এই রূপে দেখে কী বলছেন, তবে শ্রাবন্তীর ফ্যানেরা কিন্তু শ্রাবন্তী এই রূপে দেখে একেবারে পাগল !
ভিডিও আপলোড হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল পাড়ায় ৷ অল্প সময়ের মধ্যে ভিউ বাড়ছে রেকর্ড সংখ্যক !
advertisement
লকডাউন হালকা হতেই একটু একটু করে কাজ শুরু করেছেন শ্রাবন্তী ৷ শুরু হয়ে গিয়েছে, নতুন ছবি লুক টেস্ট ও শ্যুটিংও ৷ তারই মাঝে সময় বার করে শ্রাবন্তী ঝট করে তুলে ফেলছেন নানা ভিডিও ছবি ৷ আপলোড করছেন ইনস্টাগ্রামে ৷
তার ওপর এখন তো আবার ইনস্টাগ্রামের রিলের ফ্যান তিনি ৷ তাই সুযোগ পেলে রিল ছাড়া আর কিচ্ছুটি বানাচ্ছেন না শ্রাবন্তী ৷
আপনিও দেখে নিন শ্রাবন্তীর এই ভিডিও ৷ ইচ্ছে করলে, শেয়ার করুন ৷ কিংবা ডুব দিন শ্রাবন্তীর ইনস্টাগ্রামের ভিডিওতে ৷