TRENDING:

মাথা ভরা সিঁদুর, বউ সেজে ভিডিও আপলোড করে ফের ভাইরাল শ্রাবন্তী !

Last Updated:

কখনও রেশমি চুলে ফুল, কখনও ওড়না উড়িয়ে শ্রাবন্তীর স্টাইল চোখে পড়ার মতো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবন্তী ৷ টলিউডের একেবারে মিষ্টি নায়িকা ৷ সাজতে, গুজতে ভালবাসেন খুবই ৷ আর সাজলেই সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করে মন কাড়বেন সবার ৷ কখনও রেশমি চুলে ফুল, কখনও ওড়না উড়িয়ে শ্রাবন্তীর স্টাইল চোখে পড়ার মতো ৷ শ্রাবন্তীর ইনস্টাগ্রামে ঢুঁ মারুন, দেখবেন একের পর এক ছবি দেখে আপনার সময় কাটবে দারুণ !
advertisement

তবে এবার শ্রাবন্তী সাজলেন বউ ৷ একেবারে লাল বেনারসি, সুন্দর গয়না, মাথায় ফুল ৷ একেবারে টুকটুকে বউ ! জানি না, শ্রাবন্তীর বর রোশন তাঁকে ফের এই রূপে দেখে কী বলছেন, তবে শ্রাবন্তীর ফ্যানেরা কিন্তু শ্রাবন্তী এই রূপে দেখে একেবারে পাগল !

ভিডিও আপলোড হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল পাড়ায় ৷ অল্প সময়ের মধ্যে ভিউ বাড়ছে রেকর্ড সংখ্যক !

advertisement

লকডাউন হালকা হতেই একটু একটু করে কাজ শুরু করেছেন শ্রাবন্তী ৷ শুরু হয়ে গিয়েছে, নতুন ছবি লুক টেস্ট ও শ্যুটিংও ৷ তারই মাঝে সময় বার করে শ্রাবন্তী ঝট করে তুলে ফেলছেন নানা ভিডিও ছবি ৷ আপলোড করছেন ইনস্টাগ্রামে ৷

advertisement

তার ওপর এখন তো আবার ইনস্টাগ্রামের রিলের ফ্যান তিনি ৷ তাই সুযোগ পেলে রিল ছাড়া আর কিচ্ছুটি বানাচ্ছেন না শ্রাবন্তী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপনিও দেখে নিন শ্রাবন্তীর এই ভিডিও ৷ ইচ্ছে করলে, শেয়ার করুন ৷ কিংবা ডুব দিন শ্রাবন্তীর ইনস্টাগ্রামের ভিডিওতে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথা ভরা সিঁদুর, বউ সেজে ভিডিও আপলোড করে ফের ভাইরাল শ্রাবন্তী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল